Thursday, August 21, 2025

বন-সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতি, তদন্তে অনুমোদন রাজ্য মন্ত্রিসভার

Date:

বন-সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতি। এই নিয়ে হবে তদন্ত। তদন্তে ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় এবার রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি মন্ত্রিত্ব, বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এরপর চাটার্ড প্লেনে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে গিয়ে বিজেপিতে যোগদান করেন রাজীব, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল এবং রথীন চক্রবর্তী।

এরপর গত বুধবার আলিপুরদুয়ারে প্রাক্তন মন্ত্রীর নাম না করেই মমতা কটাক্ষ করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি জানি যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ছিল, বন সহায়ক স্কিমে আমাদের সঙ্গে থাকা এক নেতা কারসাজি করেছে। আমার কাছে অনেকে এই অভিযোগ করেছে।’ এটুকুতেই থেমে যাননি মমতা। তিনি কড়া ভাষায় বলেন, “নির্বাচন ঘোষণা হলেও তাঁর বিরুদ্ধে তদন্ত চলবে।”

এর কিছুক্ষণের মধ্যেই মমতার তোলা অভিযোগের জবাব দেন রাজীব। বলেন, ‘মন্ত্রিত্বে থাকাকালীন নিয়োগ প্রক্রিয়া ঘিরে কে কবে কোথা থেকে সুপারিশ করেছে, কালীঘাট থেকে কোন সুপারিশ এসেছে- সব প্রমাণ রয়েছে। কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে সাপ আপনি বার করছেন। তদন্ত করুন। চ্যালেঞ্জ করছি। সামলাতে পারবেন তো?’

আরও পড়ুন –১০ ফেব্রুয়ারি মালদহে নাড্ডার পাল্টা সভা মমতার

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version