Thursday, November 27, 2025

স্কুল খুললেও মানতে হবে শিক্ষা দফতরের নির্দেশিকা

Date:

Share post:

চলতি বছরে ফেব্রুয়ারির ১২ তারিখ থেকে রাজ্যে খুলছে স্কুল। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালু হবে। কোভিড পরিস্থিতিতে স্কুল চালু করার নতুন নির্দেশিকায় শিক্ষকদের বলা হয়েছে, এত দিন অনলাইন ক্লাস করতে অপারগ পড়ুয়াদের দিকে দিতে হবে বিশেষ নজর। দরকার হলে স্কুলের নির্দিষ্ট সময়ের বাইরেও তাদের পড়ানোর জন্য আলাদা ব্যবস্থা নিতে হবে।
কী ভাবে চলবে স্কুল তার উল্লেখ রয়েছে ওই নির্দেশিকায়। সেই সঙ্গে স্কুল কর্তৃপক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষক এবং অভিভাবকদের দায়িত্ব কী হবে, পড়ুয়ারা কী কী নিয়ম মেনে চলবে তারও স্পষ্ট উল্লেখ করা হয়েছে এই নির্দেশিকায়।
ছাত্রছাত্রীদের গতিবিধি, বন্ধুবান্ধবের মধ্যে মেলামেশার উপর পুরোপুরি নজর রাখতে হবে শিক্ষকদের। ক্লাসের মধ্যেও যাতে পড়ুয়ারা সামাজিক দূরত্ব বজায় রাখে, একে অন্যের সঙ্গে খাবার বা জল ভাগ করে না খায়, স্কুল শেষ হওয়ার আগে বেরিয়ে না যায়, আর সব সময় যাতে মাস্ক পরে থাকে— সে বিষয়ে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষকদের উপর।
পাশাপাশি শিক্ষা দফতরের তরফে অভিভাবকদের উদ্দেশে বলা হয়েছে, বাড়িতে এবং স্কুলে আসা-যাওয়ার পথে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার। বাড়িতেও যাতে পড়ুয়ারা এই সময় কোভিডের নিয়ম মেনে চলে, সে বিষয়ে অভিভাকদের নজর রাখতে বলা হয়েছে।
স্কুলে কাছাকাছি থেকে মেলামেশা, অন্যের সঙ্গে খাবার ভাগ করে খাওয়া, অন্যের বোতল থেকে জল খাওয়া, রাস্তার খাবার খাওয়ার মতো অভ্যাসগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে এখানে। শুধু তাই নয়, তাদের বলা হয়েছে, ছবি এঁকে, কবিতা বা প্রবন্ধ লিখে করোনা-সচেতনতার কাজে হাত লাগাতে।

spot_img

Related articles

পাহাড় থেকে সমতলে হিমেল হাওয়া, ভোরের দিকে রাজ্য জুড়ে চেনা শীতের ছবি

একদিকে ইন্দোনেশিয়ায় তৈরি ঘূর্ণিঝড় সেনিয়ার (Senyaar), অন্যদিকে চেনার শীতের ছন্দে বাংলা বাংলা। এই দুয়ের মাঝেই রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি!...

হোয়াইট হাউসের কাছে এলোপাথাড়ি গুলি! আহত ২, মূল্য চোকানোর হুঁশিয়ারি ট্রাম্পের

হোয়াইট হাউসের (White House) কাছে চলল গুলি। বৃহস্পতিবার ভোররাতে ডাউনটাউন এলাকায় এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালাতে শুরু...

রাতের কলকাতায় শ্যুটআউট! জখম ১ যুবক, উদ্ধার আগ্নেয়াস্ত্র

বুধের রাতে কলকাতার কসবা (Kasba, Kolkata) এলাকায় চলল গুলি! রাত এগারোটা নাগাদ ঘোষপুকুর প্রান্তিক পল্লিতে শ্যুটআউট। বাঁ হাতের...

হংকংয়ের সাত হাইরাইজ অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত বেড়ে ৪৪! নিখোঁজ ২৮০

হংকংয়ের (Hongkong)উত্তরাঞ্চলের তাই পো জেলার (Tai Po District) ওয়াং ফুক কোর্ট এস্টেটের সাতটি হাই-রাইজ অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের (High Rise...