‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী

‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন মুখ্যমন্ত্রী ৷

রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, “‘স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।

আরও পড়ুন:গ্রাম-শহরে নতুন পরিকাঠামো নির্মাণের জোয়ার বাংলার অন্তর্বর্তী বাজেটে

রাজ্যের ১০ কোটি মানুষকে এই স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হয়েছে” । তিনি বলেন, “আগামী দিনে এই প্রকল্প গোটা বিশ্বে নজির হয়ে থাকবে। শুধুই প্রতিশ্রুতি নয়, এই প্রকল্পে ব্যয় বরাদ্দও করা হয়েছে৷ এছাড়া, বছরে ২ বার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ এবং ‘দুয়ারে সরকার’ প্রকল্প রাজ্যবাসীর জন্য চালু থাকবে।” মুখ্যমন্ত্রী জানান,স্বাস্থ্যসাথী কার্ড প্রতি ৩ বছরে ‘রিনিউ’ করা যাবে৷

Advt

Previous articleবিনামূল্যে রেশন ব্যবস্থা ২০২১ জুনের পরেও চালু থাকবে, জানালেন মমতা
Next articleবাড়ল পার্শ্ব শিক্ষকদের বেতন, বাজেটে শিক্ষা খাতে বিপুল অর্থ বরাদ্দ মুখ্যমন্ত্রীর