Wednesday, August 27, 2025

শীর্ষ আদালতে অবশেষে জামিন পেলেন কমেডিয়ান মুনাবর ফারুকি

Date:

হিন্দু দেব-দেবীদের অপমান করার অভিযোগে মধ্যপ্রদেশ(Madhya Pradesh) পুলিশ গ্রেফতার করেছিল স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাবর ফারুকিকে(munawar faruqui)। এক বিজেপি বিধায়কের(BJP MLA) পুত্রের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল ওই কমেডিয়ানকে। বেশ কিছুদিন জেল বন্দী থাকার পর অবশেষে শীর্ষ আদালতে(Supreme Court) জামিন পেলেন ফারুকী। তবে শুধু জামিন নয়, ফারুকির আবেদনের ভিত্তিতে মধ্যপ্রদেশ সরকারকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। যেখানে আদালতের তরফে অভিযোগ তোলা হয়েছে গ্রেফতারের সময় পুলিশ সুপ্রিমকোর্টের দেওয়া গাইডলাইন পালন করেনি। পাশাপাশি উত্তরপ্রদেশে ওই কমেডিয়ানের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলায় তাঁকে গ্রেফতার করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সব মিলিয়ে নিশ্চিতভাবে বড় স্বস্তি পেলেন ওই স্ট্যান্ডআপ কমেডিয়ান।

ফারুকির পক্ষের আইনজীবী এদিন আদালতে বলেন, মধ্যপ্রদেশ পুলিশ তাঁর মক্কেলকে যখন গ্রেপ্তার করেছিল তখন শীর্ষ আদালতের দেওয়া কোনওরকম গাইডলাইন পালন করা হয়নি। তাঁর আবেদনের ভিত্তিতে এদিন মধ্যপ্রদেশ সরকারকে এ বিষয়ে জবাবদিহি করতে নোটিস পাঠাল আদালত। উল্লেখ্য, গত ২ জানুয়ারি হিন্দু দেব-দেবীদের নিয়ে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে গুজরাটের হাস্যকৌতুক শিল্পী ফারুকিকে গ্রেফতার করা হয়। মধ্যপ্রদেশের ইন্দোরের একটি ক্যাফেতে ১ জনুয়ারি অনুষ্ঠান করছিলেন ফারুকি। বিজেপি বিধায়ক মালিনী গৌরের ছেলে তথা হিন্দ রক্ষক সংগঠনের প্রধান একলব্য গৌর ওই কমেডিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।

আরও পড়ুন:নির্বাচনে কি মহাজোট চায় তৃণমূল? জল্পনা বাড়াচ্ছে শীর্ষ নেতৃত্বের হাইভোল্টেজ বৈঠক

প্রসঙ্গত এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন ওই হাস্যকৌতুক অভিনেতা। যদিও তার সে আবেদন খারিজ করে দেওয়া হয় হাইকোর্টের তরফে। এরপরই শুরু আদালতের দ্বারস্থ হন ফারুকি। অবশেষে সেখানেই মিলল স্বস্তি।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version