Monday, November 3, 2025

শক্তিশালী অর্থনীতির লক্ষ্যে অপরিবর্তিত রেপো রেট, আশাবাদী RBI গভর্নর

Date:

করোনা(Corona) সহ আরও একাধিক কারণে দেশের অর্থনীতির(economy) যে দুর্দশা চলছে তা কাটিয়ে উঠতে মর বেঁধে মাঠে নামবো সরকার। সাম্প্রতিক বাজেটে অর্থনীতিকে মূল পথে ফেরাতে একাধিক ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ(Nirmala sitharaman)। এবার সেই ধারা অব্যাহত রেখে রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(reserve Bank of India)। ২০২১-২২ অর্থনৈতিক বর্ষের আর্থিক বাজেট পেশের পর প্রথম মিটিংয়ে একথা জানিয়ে দিলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাশ। ‌ এদিন তিনি জানিয়ে দিয়েছেন, রেপো রেট ৪ শতাংশ ও রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে।

কেন্দ্রীয় বাজেট পেশের পর শুক্রবার প্রথম বৈঠকে বসে ছিল রিজার্ভ ব্যাংকের ছয় সদস্যের মনিটারি পলিসি কমিটি। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় রেপো রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখা হবে এ বছরেও। রিজার্ভ ব্যাংকের তরফে এই সিদ্ধান্ত নেওয়ার পর গভর্নর শক্তিকান্ত দাশ(shaktikanta Das) বলেন, ‘বর্তমানে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হওয়া দরকার। যার ফলে মনিটরিং পলিসি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। চলতি অর্থবর্ষে ও আগামী অর্থবছর প্রয়োজন অনুযায়ী এই রেট অপরিবর্তিতই রাখা হবে। সিদ্ধান্ত অনুযায়ী রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশে অপরিবর্তিত রাখা হচ্ছে। ব্যাঙ্ক রেট ও মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেটও ৪.২৫ শতাংশেই অপরিবর্তিত রাখা হচ্ছে।’

আরও পড়ুন:শীর্ষ আদালতে অবশেষে জামিন পেলেন কমেডিয়ান মুনাবর ফারুকি

এর পাশাপাশি দেশের অর্থনীতি প্রসঙ্গে এদিন অত্যন্ত আশাবাদী দেখাল রিজার্ভ ব্যাংকের গভর্নরকে। তিনি বলেন, ‘২০২১-২২ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি হয়ে ১০.৫ শতাংশে পৌঁছতে পারে। ২০২০ সাল আমাদের সহ্য ক্ষমতা ও ধৈর্যের পরীক্ষা নিয়েছে। রিপোর্ট ২০২১ সাল দেশের অর্থনীতিতে নতুন ইতিহাস গড়ার সুযোগ এনে দিচ্ছে। বর্তমানে ক্রেতাদের বিশ্বাস ও ক্রয়ক্ষমতা ফের বৃদ্ধি পাচ্ছে এবং নির্মাণ, পরিষেবা ও অবকাঠামো ব্যবসাও উর্ধ্বমুখী।’ পাশাপাশি ডিজিটাল পেমেন্ট সিস্টেম কে আরো উন্নত করা প্রয়োজন বলে জানিয়ে তিনি বলেন, ‘আমার বিশ্বাস করোনার ফলে অর্থনীতি যে ক্ষতির মুখে পড়েছে আগামী অর্থবছরে তা কাটিয়ে তোলা সম্ভব হবে।’

Related articles

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...
Exit mobile version