Wednesday, November 5, 2025

কনের পরনে লাল-হলুদ বেনারসি। বরকর্তার পরনে সবুজ পাঞ্জাবি। পাত্রীপক্ষের বিয়ের প‍্যান্ডেল লাল-হলুদ কাপড়ে মোড়া। সেই দেখে বইভাতের আসর জমল সবুজ-মেরুন কাপড়ে। এ যেন বিয়ের আসর কম, ইস্ট-মোহনের যুদ্ধ বেশি এমনই চিত্র দেখা গেল নদীয়ায়।

পাত্রী কৃষ্ণনগরের পাশের দেপাড়ার বাসিন্দা প্রিয়াঙ্কা বিশ্বাস ( priyanka biswas)। মনে প্রানে ইস্টবেঙ্গল সমর্থক। পাত্র রথীক বিশ্বাস ( rathik biswas) আবার নিঃশ্বাসে-প্রশ্বাসে মোহনবাগান সমর্থক। ১২ বছরের সম্পর্কে ঝগড়ার কারণ শুধু এই ইস্ট-মোহন যুদ্ধ। ডার্বি হলে তো কথাই নেই। মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় একে অপেরের সঙ্গে। এবার সেই ভিষ্টি সম্পর্কের পরিণতি পেল। তবে বিয়ের আসর যেন ইস্ট-মোহনের লড়াই হয়ে উঠল।

কনে প্রিয়াঙ্কা বিয়ের প‍্যান্ডেলে লাল-হলুদ কাপড়। পাতে পড়ল ইলিশ। আর এই দেখেই গজগজ করে বরপক্ষ বলতে শুরু করলেন, এর জবাব দিতে হবে। যেমন কথা তেমন কাজ। বউভাতের দিন একেবারে সবুজ-মেরুন কাপড় দিয়ে মোড়া বউভাতের প‍্যান্ডেল। প‍্যান্ডেলের গেটে বসানো হয়েছে পালতোলা নৌকা। নববধূকে বসানো হয়ের মোহবাগান লোগোর ঠিক নিচে। তবে শেষ পাতে চিংড়ি দিতে পারেনি বরপক্ষ। আর তাতেই ১-০ গোলে এগিয়ে খুশি মেয়েপক্ষের। এতেই যেন স্বস্তির নিশ্বাস প্রিয়াঙ্কার বাড়ির লোকজনের।

ইস্ট-মোহনের এই যুদ্ধ লেগেই থাকবে। তবে এরই মাঝে বেঁচে থাকবে এরকমই মিষ্টি প্রেমের গল্প। দিনের শেষে সব রং এসে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে নতুন বর-বউয়েরমুখের হাসিতে। তবে বাড়িতে ডার্বি হলে যে ঝগড়া লেগে থাকবে, সে কথা জানাতে ভুললেন না নবদম্পতি।

আরও পড়ুন:শ্রীনাথের রেকর্ড ভাঙলেন বুমরাহ

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version