Thursday, August 21, 2025

কনের পরনে লাল-হলুদ বেনারসি। বরকর্তার পরনে সবুজ পাঞ্জাবি। পাত্রীপক্ষের বিয়ের প‍্যান্ডেল লাল-হলুদ কাপড়ে মোড়া। সেই দেখে বইভাতের আসর জমল সবুজ-মেরুন কাপড়ে। এ যেন বিয়ের আসর কম, ইস্ট-মোহনের যুদ্ধ বেশি এমনই চিত্র দেখা গেল নদীয়ায়।

পাত্রী কৃষ্ণনগরের পাশের দেপাড়ার বাসিন্দা প্রিয়াঙ্কা বিশ্বাস ( priyanka biswas)। মনে প্রানে ইস্টবেঙ্গল সমর্থক। পাত্র রথীক বিশ্বাস ( rathik biswas) আবার নিঃশ্বাসে-প্রশ্বাসে মোহনবাগান সমর্থক। ১২ বছরের সম্পর্কে ঝগড়ার কারণ শুধু এই ইস্ট-মোহন যুদ্ধ। ডার্বি হলে তো কথাই নেই। মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় একে অপেরের সঙ্গে। এবার সেই ভিষ্টি সম্পর্কের পরিণতি পেল। তবে বিয়ের আসর যেন ইস্ট-মোহনের লড়াই হয়ে উঠল।

কনে প্রিয়াঙ্কা বিয়ের প‍্যান্ডেলে লাল-হলুদ কাপড়। পাতে পড়ল ইলিশ। আর এই দেখেই গজগজ করে বরপক্ষ বলতে শুরু করলেন, এর জবাব দিতে হবে। যেমন কথা তেমন কাজ। বউভাতের দিন একেবারে সবুজ-মেরুন কাপড় দিয়ে মোড়া বউভাতের প‍্যান্ডেল। প‍্যান্ডেলের গেটে বসানো হয়েছে পালতোলা নৌকা। নববধূকে বসানো হয়ের মোহবাগান লোগোর ঠিক নিচে। তবে শেষ পাতে চিংড়ি দিতে পারেনি বরপক্ষ। আর তাতেই ১-০ গোলে এগিয়ে খুশি মেয়েপক্ষের। এতেই যেন স্বস্তির নিশ্বাস প্রিয়াঙ্কার বাড়ির লোকজনের।

ইস্ট-মোহনের এই যুদ্ধ লেগেই থাকবে। তবে এরই মাঝে বেঁচে থাকবে এরকমই মিষ্টি প্রেমের গল্প। দিনের শেষে সব রং এসে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে নতুন বর-বউয়েরমুখের হাসিতে। তবে বাড়িতে ডার্বি হলে যে ঝগড়া লেগে থাকবে, সে কথা জানাতে ভুললেন না নবদম্পতি।

আরও পড়ুন:শ্রীনাথের রেকর্ড ভাঙলেন বুমরাহ

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version