Wednesday, May 7, 2025

ভুয়ো ভোটার খুঁজবে ‘বুথ অ্যাপ’। বাংলায় এবারের বিধানসভা নির্বাচনে এই  ‘বুথ অ্যাপ’ ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের পর ভুয়ো ভোটারকে খুঁজে দিতেই এবার বাংলায় আসছে এই  অ্যাপ। ভোটার সঠিক কি না তা বুঝতে ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারকে লিস্ট দেখে ম্যানুয়ালি নাম খুঁজতে হয়। প্রতি দু’ঘণ্টা অন্তর রিপোর্ট পাঠাতে হয় কমিশনকে। এবার থেকে সেই কাজ করে দেবে বুথ অ্যাপ। একইসঙ্গে ভোটগ্রহণ কেন্দ্রে লাইন কতটা লম্বা রয়েছে, তাও ভোটাররা জেনে নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।

 

ম্যানু্য়ালি নাম নথিবদ্ধ করার কারণে অনেক সময় ভুল  থেকে যায়। যে কারণে ভোটের দিন  নাম মেলাতে গিয়ে ছোটখাটো ভুল হয়ে যায়। বুথ অ্যাপ সেই সমস্যা দূর করবে। একইসঙ্গে দিনের শেষে কতজন ভোটার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তার নির্ভুল তালিকাও উঠে আসবে। ভোটারদের যে স্লিপ দেওয়া হয় সেখানে থাকে কিউআর কোড। বুথ অ্যাপের মাধ্যমে তা স্ক্যান করে নথি মেলান বুথ স্তরের অফিসাররা। এরপরই ভোটারদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। পোলিং আধিকারিকরা ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে ফের কিউআর কোডটি স্ক্যান করেন। তারপরই ভোটারকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়। মূলত ভোট বুথের প্রতিটি তথ্য কমিশনের কাছে পৌঁছে দেওয়াই বুথ অ্যাপের কাজ হবে। একইসঙ্গে ভোটের লাইন কতটা লম্বা, কতজন আছেন তাও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। ফলে দীর্ঘক্ষণ ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার ঝক্কি থেকে মুক্তি পাবেন ভোটাররা।

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version