Sunday, November 16, 2025

ভুয়ো ভোটার খুঁজবে ‘বুথ অ্যাপ’। বাংলায় এবারের বিধানসভা নির্বাচনে এই  ‘বুথ অ্যাপ’ ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের পর ভুয়ো ভোটারকে খুঁজে দিতেই এবার বাংলায় আসছে এই  অ্যাপ। ভোটার সঠিক কি না তা বুঝতে ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারকে লিস্ট দেখে ম্যানুয়ালি নাম খুঁজতে হয়। প্রতি দু’ঘণ্টা অন্তর রিপোর্ট পাঠাতে হয় কমিশনকে। এবার থেকে সেই কাজ করে দেবে বুথ অ্যাপ। একইসঙ্গে ভোটগ্রহণ কেন্দ্রে লাইন কতটা লম্বা রয়েছে, তাও ভোটাররা জেনে নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।

 

ম্যানু্য়ালি নাম নথিবদ্ধ করার কারণে অনেক সময় ভুল  থেকে যায়। যে কারণে ভোটের দিন  নাম মেলাতে গিয়ে ছোটখাটো ভুল হয়ে যায়। বুথ অ্যাপ সেই সমস্যা দূর করবে। একইসঙ্গে দিনের শেষে কতজন ভোটার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তার নির্ভুল তালিকাও উঠে আসবে। ভোটারদের যে স্লিপ দেওয়া হয় সেখানে থাকে কিউআর কোড। বুথ অ্যাপের মাধ্যমে তা স্ক্যান করে নথি মেলান বুথ স্তরের অফিসাররা। এরপরই ভোটারদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। পোলিং আধিকারিকরা ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে ফের কিউআর কোডটি স্ক্যান করেন। তারপরই ভোটারকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়। মূলত ভোট বুথের প্রতিটি তথ্য কমিশনের কাছে পৌঁছে দেওয়াই বুথ অ্যাপের কাজ হবে। একইসঙ্গে ভোটের লাইন কতটা লম্বা, কতজন আছেন তাও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। ফলে দীর্ঘক্ষণ ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার ঝক্কি থেকে মুক্তি পাবেন ভোটাররা।

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...
Exit mobile version