Friday, November 14, 2025

কিষাণ-নিধি নিয়ে রাজ্যকে তোপ, কৃষকদের সঙ্গে পংক্তিভোজন নাড্ডার

Date:

বঙ্গে বিধানসভা নির্বাচনকে(assembly election) মাথায় রেখে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। জনমোহিনী প্রকল্পগুলিকে হাতিয়ার করে তৃতীয় বারের জন্য বাংলার ক্ষমতা ধরে রাখতে প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল। অন্যদিকে প্রতিমাসে নিয়ম করে বাংলায় এসে বঙ্গবাসীর মন জয় করতে মরিয়া গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতারা। সেই ধারা অব্যাহত রেখে শনিবার দু’দিনের রাজ্য সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। কৃষক সুরক্ষা অভিযান উপলক্ষে এদিন মালদার সাহাপুরে উপস্থিত হয়ে কৃষকদের সঙ্গে ‘সহভোজ’ করলেন তিনি। পাশাপাশি জনসভা থেকে মমতা সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন জেপি নাড্ডা।

শনিবার কেন্দ্রের ‘কিষাণ নিধি’ প্রকল্প রাজ্যে চালু না হওয়ার প্রেক্ষিতে তৃণমূল সরকারকে তোপ দেগে মালদার জনসভায় থেকে জেপি নাড্ডা বলেন, ‘কেন্দ্রীয় সরকারের তরফে কৃষকদের জন্য চালু হওয়া কিষাণ নিধি প্রকল্প রাজ্যে চালু হতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ভোটের মুখে চাপে পড়ে এই প্রকল্প রূপায়নের কথা বলছেন। তবে রাজ্যের কৃষকরা তাদের প্রতি এই বৈষম্যমূলক ব্যবহার কখনোই মেনে নেবে না।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘রাজ্যের কৃষকরা বঞ্চিত হচ্ছেন কৃষকদের সঙ্গে অন্যায় করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।’ একই সঙ্গে কৃষক সুরক্ষা অভিযোগ প্রসঙ্গে জেপি নাড্ডা জানান, ‘গোটা দেশজুড়ে কৃষক সুরক্ষা অভিযানের সঙ্গে ৩৫ লক্ষ কৃষক যুক্ত হয়েছেন। ইতিমধ্যেই গোটা দেশে ৩০ হাজার গ্রামে পৌঁছে গিয়েছি আমরা।’

এরপর সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে তিনি বলেন, ‘আমি রাস্তায় আসতে আসতে দেখছিলাম সব জায়গায় শুধু ওনাদের ছবি। দুজনে একসঙ্গে হাতজোড় করে দাঁড়িয়ে আছেন। রাজ্যবাসী ওনাদের হাতজোড় করে বিদায় দেবে। ওনাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। বাংলায় পদ্ম ফুটবেই। আর তারপর শুরু হবে বাংলার বিকাশ।’ পাশাপাশি রাজ্যবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘বাংলায় পদ্ম ফুটান, উন্নয়নের সুযোগ নিন। পাশাপাশি সাম্প্রতিক কেন্দ্রীয় বাজেটে প্রসঙ্গ তুলে তিনি বলেন রাজ্যের জাতীয় সড়ক উন্নয়নের জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন:পশুদের ওপর অত্যাচার প্রতিরোধ আইনে বদল আনছে কেন্দ্র, কুকুর মারলে এবার জেল

এদিনের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলার পর কৃষকদের সঙ্গে সহজে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিন মেনুতে ছিল খিচুড়ি ও সবজি। খেতেখেতে সাংবাদিকদের সঙ্গেও খোশমেজাজে গল্প করেন তিনি। ‘সহভোজ’ পর্ব সেরে পরবর্তী কর্মসূচি অনুযায়ী সাহাপুরে ১ কিলোমিটার রোড শো করেন জেপি নাড্ডা। আর নয় অন্যায় ব্যানার লাগানো গাড়িতে চড়ে সমর্থকদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় তাকে। রোডশোর গাড়িতে জেপি নাড্ডার পাশে ছিলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...
Exit mobile version