Thursday, November 13, 2025

পশুদের ওপর অত্যাচার প্রতিরোধ আইনে বদল আনছে কেন্দ্র, কুকুর মারলে এবার জেল

Date:

৬০ বছরের পুরনো পশুদের ওপর অত্যাচার প্রতিরোধ আইনে এবার বদল আনতে চায় ভারত সরকার। রাস্তার কুকুরকে মারলে এবার হতে পারে ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা। এছাড়াও ৫ বছর পর্যন্ত হতে পারে জেল।

নতুন আইনের প্রস্তাবনায় অত্যাচারের ৩ ধরনের মাত্রার উল্লেখ থাকছে বলে সূত্রের খবর। অল্প আঘাত, আঘাতের ফলে শরীরের পাকাপাকি ক্ষতি এবং আঘাতের ফলে মৃত্যু। এর ফলে এবার জরিমানা শুরু হচ্ছে ৭৫০ টাকা থেকে, জরিমানা পৌঁছে যেতে পারে ৭৫ হাজার টাকা পর্যন্ত। এছাড়াও ক্ষেত্র বিশেষে অপরাধীকে পশুটির মূল্যের ৩ গুণ অর্থ জরিমানা হিসেবে দিতে হতে পারে। পশুটি প্রাণ হারালে অপরাধীকে কারাদণ্ড দেওয়ার কথাও বলা হচ্ছে এই সংশোধিত আইনে। জানা গিয়েছে, আইন সংশোধনের খসরার কাজ শেষ হলে, তা সংশ্লিষ্ট মহল থেকে সাধারণ মানুষ—সকলেই যাতে জানতে পারেন, তার ব্যবস্থা করা হবে। তার পর সব মহলের মতামত নিয়েই নতুন আইন আনা হবে।

বর্তমানে পশুদের ওপর অকথ্য অত্যাচারের কথা সামনে আসছে। কখনও কোনও পশুকে মারার জন্য খাবারে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে, আবার কোনও পশুকে পিটিয়ে মারার ঘটনা নজরে আসছে। দিন দিন পশুদের ওপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে। বর্তমান আইনে পশুদের উপর অত্যাচারের রকমফের নিয়ে কোনও উল্লেখ নেই। সেই কারণেই আইনে বদল আনতে চাইছে কেন্দ্রীয় সরকার।

গত বছরই কেরলে বিস্ফোরক ভর্তি আনারস খাওয়ার পর হাতির মৃত্যু হয়েছিল। সেই ঘটনাটিকে কেন্দ্র করে বর্তমান আইনের ফাঁকগুলো আরও বেশি করে নজরে আসে। বর্তমানে দেশের বিভিন্ন আদালতে মোট ৩১৬টি এমন মামলা চলছে। তার মধ্যে সুপ্রিম কোর্টেই রয়েছে ৬৪টি মামলা।

আরও পড়ুন-১৮ মাস পরে ফিরল 4G ইন্টারনেট পরিষেবা, খুশির হাওয়া জম্মু-কাশ্মীরে

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version