Saturday, December 20, 2025

এটা কি চলছে রাজ্যে? সিন্ডিকেট রাজ্যবাসীর স্বাধীনতা কেড়ে নিচ্ছে? ফের বিস্ফোরক রাজ্যপাল

Date:

Share post:

রাজ্যসরকারের বিরুদ্ধে সরব হওয়া নতুন কিছু নয় । রাজ্যসরকার বনাম রাজ্যপাল পশ্চিমবঙ্গে আর নতুন ঘটনা নয়। হর রোজই কোনও না কোনো ইস্যুতে রাজ্যপাল রাজ্যসরকারকে তুলোধোনা কর‍রন। ব্যতিক্রম হলো না শনিবারও। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে হাজির হয়ে তিনি রাজনীতির প্রসঙ্গ তুলে আনলেন। এদিন সেন্ট জেভিয়ার্স কলেজের নিউটাউন ক্যাম্পাসে অনুষ্ঠিত হল সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দেন রাজ্যপাল। সেখানে তিনি তুলে আনেন সিন্ডিকেট প্রসঙ্গ। ভোটের মুখে এবার সিন্ডিকেট (Syndicate) নিয়ে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তিনি বলেন, ‘গণতন্ত্রে স্বাধীনতার সঙ্গে আপস করা যায় না। নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারাটাই স্বাধীনতা। সিন্ডিকেটের কারণে সেই অধিকার খর্ব হচ্ছে।’

সাংবাদিকদের সামনে সিন্ডিকেট নিয়ে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। রাজ্যপালের অভিযোগ, ‘দু’টি ইট এবং এক বস্তা সিমেন্ট কিনতে গেলেও আপনি নিজের ইচ্ছায় কিনতে পারবেন না। আপনাকে সিন্ডিকেট ধরে চলতে হবে। এটা কি চলছে রাজ্যে?’ ‘সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ী, এমনকী শিল্পপতিরাও নিজের ইচ্ছায় চলতে পারছেন না’। সংবাদমাধ্যমকে তাঁর পরামর্শ, ‘আপনারা সবকিছু দেখান। সরকারের ঠিক করে দেওয়া বিষয় শুধু দেখাবেন না। সবার চোখ খুলে দিন।’  রাজ্যে বাণিজ্য সম্মেলন হচ্ছে। কিন্তু  বিনিয়োগ কি আসছে? এদিন কার্যত সেই প্রশ্ন তুলে সাংবাদিকদের রাজ্যপাল বলেন, ‘বাণিজ্য সম্মেলন করে রাজ্যে কত বিনিয়োগ এল তা তুলে ধরুন।’  শুধু তাই নয়, নিরপেক্ষ থাকার বার্তা দিয়ে ফের একবার সরকারি কর্মীদের সতর্ক করে দেন তিনি।

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...