Tuesday, December 2, 2025

কটাক্ষ নাড্ডাকে, রবিবার নবদ্বীপ থেকে পূর্ণাঙ্গ জবাব দেবেন কুণাল

Date:

তৃণমূলের একটি ব্লকের মিছিলেও এর থেকে বেশি জনসমাগম হয়- নাড্ডার রোড শো-কে এই ভাষাতেই কটাক্ষ করলেন তৃণমূলের (Tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। শনিবার সন্ধেয় নিউটাউনে সভা ছিল তৃণমূলের। সভায় কুণাল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় (Tapas Chattopadhyay), সুজাতা মণ্ডল (Sujata Mandal)-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

এদিনের সভায় থেকে বিজেপির (Bjp) সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে সুর চড়ান কুণাল। তিনি বলেন শনিবার রাজ্যে নদিয়ায় এসে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন জেপি নাড্ডা (Jp Nadda), রবিবার নবদ্বীপে দাঁড়িয়ে তার পূর্ণাঙ্গ জবাব দেবেন কুণাল ঘোষ।

এদিনের সভায় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরেন তৃণমূলের মুখপাত্র। তিনি বলেন, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন সবের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী।

সভা থেকে তৎকাল বিজেপিদের বিরুদ্ধেও কটাক্ষ করেন কুণাল। তিনি বলেন, মামলা থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছেন তাঁরা। তৎকালদের চাপে নিজেদের দলেই কোণঠাসা আদি বিজেপি নেতা-কর্মীরা। সম্মান নিয়ে রাজনীতি করতে হলে তাঁদের শাসকদলে যোগ দেওয়ার আহ্বান জানান কুণাল ঘোষ।

এদিন নিউটাউনে তৃণমূলের সভা ছিল ভিড়ে ঠাসা। বহু মানুষ মূল সভাস্থলে জায়গা না পেয়ে মঞ্চ থেকে দূরে দাঁড়িয়ে নেতা-নেত্রীদের বক্তৃতা শোনেন। দলবদলুদের নামোচ্চারণ হতেই সভা থেকে আওয়াজ ওঠে ‘গদ্দার’- ‘মীরজাফর’।

আরও পড়ুন- এটা কি চলছে রাজ্যে? সিন্ডিকেট রাজ্যবাসীর স্বাধীনতা কেড়ে নিচ্ছে? ফের বিস্ফোরক রাজ্যপাল

 

Related articles

বিসিসিআইয়ের মিটিংয়ের আগেই রোহিত-বিরাটের সঙ্গে আলোচনায় জাতীয় নির্বাচক

বুধবার দ্বিতীয়  একদিনের ম্যাচের আগে হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসার কথা বিসিসিআই কর্তাদের। কিন্ত...

ফেব্রুয়ারিতে পাওনা টাকা দিয়ে মার্চ মাসে ফেরত! বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চনা। পাওনা না দেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ রাজ্যক শাসকদলের। এই নিয়ে ফের কেন্দ্রের...

চিত্রসাংবাদিকদের নিয়ে জয়ার মন্তব্য অসংবেদনশীল, প্রতিবাদের সরব ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর অ্যাসোসিয়েশন

সাংবাদিকদের সঙ্গে জয়া বচ্চনের (Jaya Bachchan) সম্পর্ক কেমন সে কথা গোটা ভারতবর্ষ জানে। কিন্তু মিডিয়ারই এক অনুষ্ঠানে যেভাবে...

বাংলার গৌরবোজ্জ্বল ‘উন্নয়নের পাঁচালি’ গাইলেন ইমন, প্রশংসা মুখ্যমন্ত্রীর

২০২৬ সালেই বাংলায় বিধানসভা ভোট। তোড়জোড় প্রায় শুরু হয়ে গিয়েছে। এদিকে রাজ্যে চলছে এসআইআর। এর মধ্যে ১৫ বছরের...
Exit mobile version