Friday, November 14, 2025

‘কীসের এত ভয়?’ কৃষক আন্দোলন নিয়ে বলিউড তারকাদের প্রশ্ন নাসিরুদ্দিনের

Date:

ভারতে লাগাতার চলতে থাকা কৃষক আন্দোলনকে(farmer protest) কেন্দ্র করে বর্তমানে বেশ অস্বস্তিতে রয়েছে সরকার। কৃষকদের পাশে দাঁড়িয়ে সরব হয়ে উঠেছে আন্তর্জাতিক মহল। এহেন অবস্থায় দেশের ক্রীড়াজগৎ ও বলিউডের একাধিক তারকার তরফে টুইট করে জানানো হয়েছে, ‘কৃষক সমস্যা সমাধান ভারত নিজে করবে এর জন্য বিদেশী শক্তির এগিয়ে আসার কোন দরকার নেই।’ ঐক্যবদ্ধ ভারতের ডাক দিয়েছেন প্রত্যেকে। তবে বলিউড তারকাদের এহেন ট্যুইটের পর তাদের বিরুদ্ধে সুর চড়ালেন জনপ্রিয় বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ(Naseeruddin Shah)।

এদিন সেই সমস্ত বলিউড তারকাদের দিকে অভিযোগের আঙুল তুলে টুইট করেন নাসিরুদ্দিন শাহ। যেখানে তার বক্তব্য বলিউড তারকারা অনেক কিছু হারিয়ে ফেলতে পারেন, সেই ভয় ও আশঙ্কা থেকেই অন্নদাতাদের পাশ থেকে সরে যাচ্ছেন। এর পাশাপাশি তিনি বলেন, যখন আপনি আপনার ৭ প্রজন্মের জন্য অর্থ সঞ্চয় করে রেখেছেন তখন হারানোর এত ভয় কিসের? বলিউড তারকাদের উদ্দেশ্য করে নাসিরুদ্দিন শাহের এহেন টুইট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:মার্চ থেকেই শুরু ৫০ বছরের বেশি বয়সীদের করোনা টিকাকরণ, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

অন্যদিকে দেশের ক্রিকেট ও বলিউডের এভাবে কৃষকের পাশ থেকে সরে যাওয়ার ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বলিউড তারকা তথা কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, ‘সরকারের পরিবর্তন তো হতেই থাকবে তাই বলে চাপের মুখে পড়ে এই ধরনের টুইট করা কখনোই কাম্য নয়।’ প্রসঙ্গত, দেশের কৃষকদের পাশে দাঁড়িয়ে সম্প্রতি টুইট করেছেন পপ তারকা রিহানা ও পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ। তাদের সেই টুইট কে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। যদিও সে ধারা অব্যাহত রেখে সম্প্রতি কৃষকদের পাশে দাঁড়িয়ে টুইট করেছেন আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের ভাইজি মিনা হ্যারিস। সবমিলিয়ে কৃষক আন্দোলন কে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপ ক্রমাগত বাড়ছে ভারত সরকারের উপর।

Related articles

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...
Exit mobile version