Thursday, November 13, 2025

প্রধানমন্ত্রীর সফরের আগেই উত্তপ্ত হলদিয়া, ছেঁড়া হল ফ্লেক্স, কোথাও বাসে ইটবৃষ্টি

Date:

বঙ্গে রাজনীতির পারদ চড়িয়ে রবিবার সরকারি অনুষ্ঠানে হলদিয়া আসছেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। যদিও তার আগেই উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর। কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠল তো কোথাও বিজেপি(BJP) কর্মীদের বাসে চলল ইট বৃষ্টি। সবমিলিয়ে রবি সকালে উত্তপ্ত হয়ে উঠলো মেদিনীপুর(Medinipur)। বিজেপির তরফে এই প্রত্যেকটি ঘটনায় তৃণমূলের(TMC) দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। পাশাপাশি এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বলে মন্তব্য করেছে তৃণমূল।

আরও পড়ুন:করোনা ভ্যাকসিন নিতে অনিচ্ছুক স্বাস্থ্যকর্মীরাই, চিন্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে এদিন নন্দকুমার হাইরোডের ধারে একাধিক ফ্লেক্স লাগানো হয় নরেন্দ্র মোদির। বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই সমস্ত ফ্লেক্স ছেড়ে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে বিজেপি তোলা এই অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। পাশাপাশি হলদিয়াতে প্রধানমন্ত্রী সভায় যাওয়ার পথে ধর্মা এলাকায় একটি বাসে ব্যাপক ইট বৃষ্টির অভিযোগ উঠেছে। ইটের আঘাতে তিন বিজেপি কর্মীর মাথা ফেটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। প্রধানমন্ত্রীর সভার আগে নন্দীগ্রামের কমলপুরেও বিজেপির প্রস্তুতি সভায় দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে যার জেরে ৫ বিজেপি কর্মী আহত হয়েছেন। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাতেও তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। এই ঘটনা তৃণমূলের কোনও হাত নেই বলে দাবি করা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী সবার আগে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version