Saturday, August 23, 2025

না জেনেই কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করছেন আন্তর্জাতিক সেলিব্রেটিরা: জয়শঙ্কর

Date:

কৃষক আন্দোলনকে(Farmer Protest) কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। ভারত সরকারের বিরোধিতা করে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছেন বহু আন্তর্জাতিক সেলিব্রিটি। যে তালিকায় রয়েছেন পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ(greta thunberg), পপতারকা রিহানার(Rihana) পাশাপাশি কমলা হ্যারিসের ভাইঝি মিনা হ্যারিস। এবার এই সমস্ত আন্তর্জাতিক সেলিব্রিটিকেই একহাত নিলেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর(S Jaishankar)। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে তাঁর দাবি, ‘কোনওকিছু না জেনে কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করছেন আন্তর্জাতিক সেলিব্রিটিরা।

সম্প্রতি গ্রেটা থুনবার্গের তরফে ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন করে একটি ‘টুলকিট’ প্রকাশ করা হয়েছিল। সে প্রসঙ্গে বিদেশ মন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান, থানবার্গের শেয়ার করা একটি ‘টুলকিট’-এর তদন্তে অনেক কিছুই প্রকাশিত হয়েছে। আমাদের অপেক্ষা করতে হবে এবং আরও কী প্রকাশ হয় তা দেখতে হবে। পাশাপাশি তারা আরও দাবি, বিশ্বের কিছু খ্যাতনামা ব্যক্তি এই আন্দোলন সম্পর্কে মন্তব্য করছেন। যদিও এ সম্পর্কে তারা বিশেষ কিছু জানেন না। আর ঠিক সেই কারনেই বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন:মোদি সরকারের তিন কৃষি আইনের প্রতিবাদে ফের আত্মঘাতী এক কৃষক

এদিকে গ্রেটা থুনবার্গে শেয়ার করা ওই টুলকিট তদন্তে কোমর বেঁধে মাঠে নেমেছে দিল্লি পুলিশ। কাদের তরফে এই টুলটি প্রকাশ করা হয়েছিল তা জানতে গুগলকে চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার টুলকিট ইস্যুতে খালিস্তান পন্থীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ‌ যদিও সেই এফআইআর-এ কারো নাম প্রকাশ করা হয়নি। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে দায়ের হয়েছে এই মামলা আনা হয়েছে ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version