Sunday, May 4, 2025

কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতের মধ্যেই ভারতের টুইটার অধিকর্তার পদত্যাগ

Date:

কৃষক আন্দোলনকে (farmers protest) কেন্দ্র করে ভারত সরকারের (Indian govt.) সঙ্গে টুইটারের (twitter) সম্পর্ক যখন সংঘাতপূর্ণ, তখনই টুইটারের ভারতীয় শাখার নীতি নির্ধারক অধিকর্তার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন (resigns) মহিমা কল (mahima kaul)।

ভারতে টুইটারের নীতি নির্ধারণের বিষয়টি দেখাশোনা করছিলেন তিনি। গত ছ’বছর ধরে মহিমা এই দায়িত্বে। তবে জানুয়ারিতে হঠাৎই সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেন তিনি। জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই কাজ থেকে কিছুদিনের জন্য বিশ্রাম চান। অবশেষে তাঁর পদত্যাগের খবর নিশ্চিত করল টুইটার। মহিমার পদত্যাগের ঘোষণা করে টুইটার জানিয়েছে, ভারত এবং দক্ষিণ এশিয়ার নীতি নির্ধারক অধিকর্তা হিসাবে এবছরের শুরুতেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মহিমা কল। টুইটার তার কাজ ছেড়ে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে। তবে টুইটার ওঁর অভাব অনুভব করবে। পর্যবেক্ষকদের মতে, ভারত সরকারের সঙ্গে টুইটারের মনোমালিন্যের মধ্যে ভারতীয় টুইটার অধিকর্তার পদত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, “মোদিপ্ল্যানিংফারমারসজেনোসাইড” অর্থাৎ ‘কৃষকদের হত্যার পরিকল্পনা করছেন মোদি’, এই হ্যাশট্যাগ নিয়েই টুইটারের সঙ্গে কেন্দ্রের তীব্র সংঘাতের সূত্রপাত। টুইটারকে ওই হ্যাশট্যাগটি সরিয়ে দিতে বলে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। সেই সঙ্গে বন্ধ করে দিতে বলা হয়েছিল কৃষক আন্দোলন সমর্থনকারী ২৫০টি টুইটার অ্যাকাউন্টও। সরকারের নির্দেশ মেনে টুইটার ওই অ্যাকাউন্টগুলি কয়েক ঘণ্টার জন্য বন্ধ করলেও ফের তা চালু করে দেয়। এর পরিপ্রেক্ষিতে টুইটারকে নোটিস পাঠায় কেন্দ্র। জানিয়ে দেয় টুইটারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এই টানাপোড়েনের মধ্যে টুইটার অধিকর্তার পদত্যাগ ঘটনায় নতুন মাত্রা যোগ করল।

আরও পড়ুন- উত্তরাখণ্ড তুষারধস: রুদ্ধশ্বাস উদ্ধারকার্যে বাঁচল ১৬ প্রাণ, এখনও নিখোঁজ ১৭০

Related articles

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...
Exit mobile version