Thursday, August 21, 2025

আজ, সোমবার রাজ্যের ক্লাবগুলিকে (Club) ফের সরকারি অনুদান দিতে চলেছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকার এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত ১০ হাজার ক্লাব পেয়েছে সরকারি অনুদান (Grant। আজ, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) ফের ক্লাবগুলোর হাতে অনুদান তুলে দেবেন মুখ্যমন্ত্রী (CM) নিজেই। তবে নবান্ন (Nabanna) সূত্রে খবর, এবার নতুন কোনও ক্লাব পাচ্ছে না এই সরকারি অনুদান। পুরনো ক্লাবগুলিকেই দেওয়া হবে অনুদান।

আরও পড়ুন- তিন পয়েন্ট পেতে মরিয়া সাদা-কালো ব্রিগেড

খেলাধুলোয় উৎসাহ দেওয়ার জন্য বিগত বেশ কয়েক বছর ধরে ক্লাবগুলিকে অনুদান দিয়ে আসছে রাজ্য সরকার। শুরুতে ঠিক হয়েছিল, প্রথম বছরে ২ লক্ষ টাকা পাবে ক্লাবগুলি। পরের দু’বছর ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। পরে তা বাড়ানো হয়। চতুর্থ বছরেও ১ লক্ষ টাকা পেয়েছে ক্লাবগুলি।

তবে পরের দফার অনুদান পেতে ক্লাবগুলিকে জমা দিতে হবে ইউটিলাইজেশন সার্টিফিকেট। অর্থাৎ, কোন খাতে কত খরচ হয়েছে, তার হিসাব দিতে হবে। হিসাব সঠিক না হলে ওই ক্লাবের অনুদান বন্ধ হবে।

ক্লাবগুলিকে অনুদান দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শুরু থেকেই দান-খয়রাতির রাজনীতির অভিযোগ করে আসছে বিরোধীরা। অন্যদিকে রাজ্য সরকারের দাবি, রাজ্যজুড়ে খেলাধুলা ও ক্রীড়া পরিকাঠামো উন্নতির লক্ষ্যেই এই অনুদান দেওয়া হয়। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version