Monday, May 5, 2025

উত্তরপ্রদেশের রাষ্ট্রপতি শাসন জারির আবেদন, কী বলল শীর্ষ আদালত?

Date:

যোগীর রাজ্য উত্তরপ্রদেশে(Uttarpradesh) আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ। প্রতিমুহূর্তে এখানে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। দিনে দিনে বেড়ে চলেছে মহিলাদের উপর নিশংস অপরাধ, এমনটাই দাবি করে শীর্ষ আদালতে উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন(president rules) জারি করা আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। যদিও সেই মামলা এদিন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্টের (Supreme Court)প্রধান বিচারপতি এস বোবদে জানিয়ে দিলেন, মামলাকারী এই সংক্রান্ত বিষয় কোনওরকম অনুসন্ধান না করেই মামলা দায়ের করেছেন।

উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসনের আবেদন জানিয়ে এদিন দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন তামিলনাড়ুর আইনজীবী সি আর জয়াসুকিং। তার আবেদনে বলা হয়, উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ। NCRB-র তথ্য তুলে ধরে দাবি করা হয় গোটা দেশের মধ্যে মহিলাদের ওপর ঘটে চলা অপরাধ উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি। ‌ আবেদনের হাথরসে গণধর্ষণ ও নৃশংস মৃত্যুর ঘটনা তুলে ধরে বলা হয় এই রাজ্যে মৌলিক অধিকার প্রতিমুহূর্তে লঙ্ঘিত হচ্ছে। ফলে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক এখানে। যদিও তার সে আবেদনের শুনানিতে মামলাটি খারিজ করার পাশাপাশি, রীতিমতো কড়া কথা শোনানো হয় মামলাকারী আইনজীবীকে। বলা হয়, আদালতের সময় নষ্ট করে অকারণ তর্ক করে গেলে মোটা অঙ্কের জরিমানা লাগানো হবে মামলাকারীর উপর।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দুই বিজেপি বিধায়কের! “ঘর ওয়াপসি”র জল্পনা তুঙ্গে

উল্লেখ্য, শীর্ষ আদালতে দায়ের করা এই জনস্বার্থ মামলায় হাথরসের পৈশাচিক ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া হয়েছে। শুধু তাই নয় কিভাবে সেখানকার সরকার ও প্রশাসন অমানবিকতার নিদর্শন তুলে ধরেছিল সেটাও তুলে ধরেছিলেন ওই আইনজীবী। মূলত এই অপরাধ ও প্রশাসনের অমানবিকতার নজির তুলে ধরেই উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন জারির আবেদন জানান মামলাকারী। যদিও এদিন আদালতে তরফে বুঝিয়ে দেওয়া হয়, কোন রাজ্যে কোন একটি অপরাধমূলক ঘটনা ঘটার অর্থ এটা নয়, যে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হবে।

Related articles

হিমালয়ের হিমবাহ গলে বাড়ছে সমুদ্রের জলস্তর, বিপদে ভারতও

বিশ্ব উষ্ণায়ন(Global Warming) থেকে রক্ষা নেই হিমালয়ের(Himalaya) সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টেরও(Mount Everest)। এভারেস্টের উচ্চতম হিমবাহ সাউথ কোলও দ্রুত গলছে।...

বিজেপির হিন্দুত্বের মুখোশ খুলে গেছে : জয়প্রকাশ

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। অহেতুক কুৎসা রটনা যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের।...

বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বলে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ডবল ইঞ্জিনের রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলির...

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...
Exit mobile version