Monday, May 5, 2025

‘আন্দোলন বন্ধ করুন’, কৃষকদের কাছে আলোচনায় সমস্যা মেটানোর আর্জি প্রধানমন্ত্রীর

Date:

সংসদে রাষ্ট্রপতির ভাষণের(president speech) ধন্যবাদ প্রস্তাবের জবাব দিতে গিয়ে সোমবার কৃষি আন্দোলন নিয়ে বিরোধীদের তোপ দাগার পাশাপাশি এই আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তিনি বলেন কৃষি আইন(Farm Law) অত্যন্ত ভালো একটি আইন। এবং এই আইন লাগু করার এটাই সঠিক সময়। আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের আন্দোলন বন্ধ করার আবেদন জানিয়ে তিনি বলেন, ‘আন্দোলনকারীদের বুঝিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আসুন আমরা একসাথে চলি। যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা অত্যন্ত ভালো একটি পদক্ষেপ। কাউকে না কাউকে এটা করতেই হতো। আমি করেছি। তাই গালমন্দ আমার দিকেই আসছে, আসুক। দেশের কৃষিমন্ত্রী লাগাতার কাজ করে চলেছেন। সমস্যা সামলে কৃষি ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সব রকম ভাবে চেষ্টা করছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষকরা আন্দোলন করছেন। অবশ্যই এটা তাদের অধিকার কিন্তু ওখানে বয়স্ক মানুষরা বসে রয়েছে যা কখনই ভাল কথা নয়। তাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। আমরা একসাথে বসে কথা বলবো। আমি বারবার বলছি আমরা সবাই মিলে বসে কথা বলতে প্রস্তুত রয়েছি। আজ লোকতন্ত্রের এই মঞ্চে দাঁড়িয়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি তাদের।’ পাশাপাশি কৃষকদের আশ্বস্ত করে তিনি আরো বলেন ‘এমএসপি ছিল, এমএসপি আছে, এমএসপি থাকবে। এ বিষয়ে কোনো রকম বিভ্রান্তিকর তথ্য ছড়ানো উচিত নয়।’

আরও পড়ুন:বিরোধীরা ঠাট্টা করলেও ‘করোনা যুদ্ধে’ বিশ্বের ভরসা ভারত: রাজ্যসভায় প্রধানমন্ত্রী

পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের বোঝা উচিত চাষের ক্ষেতে সবুজ বিপ্লব কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমাদের অন্তত একবার দেখা উচিত কৃষি ক্ষেত্রে এই সিদ্ধান্তে পরিবর্তন আসে কিনা। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তা ঠিক করা হবে। কোনওরকম আলগা বাঁধন থাকলে অবশ্যই তা শক্ত করা হবে। আমি আপনাদের ভরসা দিচ্ছি দেশের মণ্ডিগুলি আরো আধুনিক হবে।’ তিনি আরো জানান, ‘ভালো কিছু লক্ষ্যের উদ্দেশে কোন আইন আনা হলেও, কিছুদিন পর সেই আইনে ফের পরিবর্তন আনা হয় তার ভুল ত্রুটি গুলি খুঁজে বের করে। সেই কারণে ভালো কিছু করার জন্য ভালো পরামর্শ ও ভালো পরিবর্তনের মাধ্যমে আমাদের একসাথে এগিয়ে যেতে হবে।’

Related articles

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...

প্রত্যেক রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে ব্ল্যাক আউট করে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের

পঞ্জাবের মতো সব রাজ্যে (State) ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্ল্যাক আউট (Blackout) করে মক ড্রিল (Mock Drill) করানোর নির্দেশ...
Exit mobile version