Monday, August 25, 2025

কৃষক আন্দোলন (farmers protest) নিয়ে আন্তর্জাতিক মহলের চাপের মুখে কেন্দ্রের মোদি সরকারের (modi govt.) সুরে সুর মেলানো তারকা ক্রীড়াবিদ সচিন তেলুন্ডকরকে (sachin tendulkar) এবার কৃষকদের পক্ষে সরব হওয়ার আর্জি জানালো আপ (AAP)। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দলের পক্ষ থেকে টুইটারে এই আবেদন জানানো হয়েছে। সন্দেহ নেই এরপর এই ঘটনায় রাজনীতির রং আরও চড়া হল।

প্রসঙ্গত, কৃষক বিক্ষোভ নিয়ে ‘ইন্ডিয়া টুগেদার’ এবং ‘ইন্ডিয়া এগেনস্ট প্রোপাগান্ডা’ হ্যাশট্যাগে টুইট করার পর থেকেই দেশজুড়ে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন সচিন তেন্ডুলকর। অভিযোগ ওঠে কৃষক আন্দোলন নিয়ে কার্যত বিজেপি সরকারের সুরেই কথা বলেছেন সচিনের মত ব্যক্তিত্ব। এমনকী সোমবার মহারাষ্ট্রের সোলাপুর থেকে মুম্বইয়ে সচিনের বাড়ির সামনে এসে এক যুবক সচিনের ওই টুইটের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। কৃষকদের হয়ে টুইট করুন সচিন—এই দাবি জানিয়েছেন তাঁর অগণিত ভক্ত। এবার অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির (আপ) তরফেও এই আবেদন করা হয়েছে ভারতীয় ক্রিকেটের নক্ষত্রের প্রতি। সচিনের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন আপ নেত্রী প্রীতি শর্মা মেনন। সেখানেই তিনি সচিনকে কৃষকদের পক্ষে টুইট করতে আবেদন করেছেন। সোলাপুর থেকে সচিনের বাড়ি আসা ওই যুবকের অনুরোধের বিষয়টিও তুলে ধরা হয়েছে রাজনৈতিক নেত্রীর এই চিঠিতে।

আপ নেত্রী সচিনকে লিখেছেন, আপনি ভারতের গর্ব। দেশের ১৩০ কোটি মানুষ আপনার জন্য প্রার্থনা করে, কাঁদে, আপনার সাফল্যে খুশি হয়। যে দেশে ক্রিকেটকে ধর্ম হিসাবে মানা হয়, সেখানে আপনি ঈশ্বর। ভারতরত্ন এবং সাংসদ হিসাবে যে সব মানুষ আপনাকে পুজো করেন, তাঁদের সকলের হয়ে আপনার ব্যাট ধরা উচিত। আপনার এই ভক্তরা চাইছেন যে আপনি এবার দেশের কৃষকদের হয়েও সরব হোন। আপনি টুইট করুন আন্দোলনকারী কৃষকদের দাবি সমর্থন করে। যদিও আপের দাবি সামনে আসার পর কোনও প্রতিক্রিয়া আসেনি সচিনের তরফে।

 

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version