Saturday, November 8, 2025

বঙ্গ বিজেপি এখন শুভেন্দু-রাজীব প্রাইভেট লিমিটেড কোম্পানি, খোঁচা কল্যাণের

Date:

ফের দলছুট শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) খোঁচা দিলেন তৃণমূল (TMC) সাংসদ (MP) কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। শ্রীরামপুরের সাংসদ বললেন, “বঙ্গ বিজেপি (BJP) তো এখন শুভেন্দু-রাজীব প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গিয়েছে।”

শুরুটা অবশ্য করেছিলেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। পুরোনো দলকে কটাক্ষ করে রাজীব বলেছিলেন, তৃণমূল কংগ্রেস ভোটের প্রার্থী খুঁজে পাচ্ছে না। ডোমজুরের প্রাক্তন বিধায়কের কথায়, ”এমন অবস্থা হয়েছে তৃণমূলের, তারা যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছে না। সাংবাদিকদেরও ডাক আসতে পারে বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার জন্য। বিভিন্ন খেলোয়াড়দের প্রস্তাব দেওয়া হচ্ছে। শুনছি, প্রার্থী হবেন বলে নাকি ইস্তফা দিয়েছেন এক পুলিশ সুপার। সুপারের স্ত্রী প্রার্থী হওয়ার জন্য আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। কোনও এক পুলিশ অফিসারও নাকি প্রার্থী হবেন।”

রাজীবকে পাল্টা দিতে ছাড়েননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চাঁচাছলা ভাষায় তিনি বলেন, “ভোট গণনার পর রাজীব বন্দ্যোপাধ্যায় ২ বছর ঘুমোতে পারবেন না। পদ্মফুলে আছেন, পদ্মফুলেই থাকুন। তৃণমূল নিয়ে দুশ্চিন্তা করার কোনও কারণ নেই।”

আরও পড়ুন:মমতাকে প্রণাম করেই বিজেপির সম্বর্ধনা সভায় হাজির সুনীল-বিশ্বজিৎ

এরপরই কল্যাণবাবু খোঁচা মেরে বলেন, “বঙ্গ বিজেপি তো এখন শুভেন্দু-রাজীব প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গিয়েছে। পুরোনো বিজেপি নেতাদের কোনও খোঁজ-ই নেই। এখন তৃণমূল থেকে গিয়ে এরা দু-জন বিজেপি চালাচ্ছে।
আমাদের দলের একটা নিয়ম আছে। সেই নিয়ম মেনেই সব হবে। রাজীবের চিন্তা করার কিছু নেই। গণনার পর ওঁর মাথায় ঘোল ঢালা হবে। অমিত শাহের কাছে মাথানত করেছেন। বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন এখন।”

Related articles

প্রার্থনায় রাজ্য সঙ্গীত: স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির গুরুত্বও বিবেচ্য, GTA-র সঙ্গে বিরোধের গুজব উড়িয়ে জানালেন ব্রাত্য

রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনায় রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার...

কে সঠিক? জ্ঞানেশ কুমার, না কমিশনের সফটওয়্যার? পর্দাফাঁস করে প্রশ্ন তৃণমূলের

দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করার ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh...

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...
Exit mobile version