Sunday, November 9, 2025

বঙ্গ বিজেপি এখন শুভেন্দু-রাজীব প্রাইভেট লিমিটেড কোম্পানি, খোঁচা কল্যাণের

Date:

ফের দলছুট শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) খোঁচা দিলেন তৃণমূল (TMC) সাংসদ (MP) কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। শ্রীরামপুরের সাংসদ বললেন, “বঙ্গ বিজেপি (BJP) তো এখন শুভেন্দু-রাজীব প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গিয়েছে।”

শুরুটা অবশ্য করেছিলেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। পুরোনো দলকে কটাক্ষ করে রাজীব বলেছিলেন, তৃণমূল কংগ্রেস ভোটের প্রার্থী খুঁজে পাচ্ছে না। ডোমজুরের প্রাক্তন বিধায়কের কথায়, ”এমন অবস্থা হয়েছে তৃণমূলের, তারা যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছে না। সাংবাদিকদেরও ডাক আসতে পারে বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার জন্য। বিভিন্ন খেলোয়াড়দের প্রস্তাব দেওয়া হচ্ছে। শুনছি, প্রার্থী হবেন বলে নাকি ইস্তফা দিয়েছেন এক পুলিশ সুপার। সুপারের স্ত্রী প্রার্থী হওয়ার জন্য আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। কোনও এক পুলিশ অফিসারও নাকি প্রার্থী হবেন।”

রাজীবকে পাল্টা দিতে ছাড়েননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চাঁচাছলা ভাষায় তিনি বলেন, “ভোট গণনার পর রাজীব বন্দ্যোপাধ্যায় ২ বছর ঘুমোতে পারবেন না। পদ্মফুলে আছেন, পদ্মফুলেই থাকুন। তৃণমূল নিয়ে দুশ্চিন্তা করার কোনও কারণ নেই।”

আরও পড়ুন:মমতাকে প্রণাম করেই বিজেপির সম্বর্ধনা সভায় হাজির সুনীল-বিশ্বজিৎ

এরপরই কল্যাণবাবু খোঁচা মেরে বলেন, “বঙ্গ বিজেপি তো এখন শুভেন্দু-রাজীব প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গিয়েছে। পুরোনো বিজেপি নেতাদের কোনও খোঁজ-ই নেই। এখন তৃণমূল থেকে গিয়ে এরা দু-জন বিজেপি চালাচ্ছে।
আমাদের দলের একটা নিয়ম আছে। সেই নিয়ম মেনেই সব হবে। রাজীবের চিন্তা করার কিছু নেই। গণনার পর ওঁর মাথায় ঘোল ঢালা হবে। অমিত শাহের কাছে মাথানত করেছেন। বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন এখন।”

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version