এবার আমি মালদহে খালি হাতে ফিরব না: উন্নয়নের খতিয়ান তুলে ধরে মন্তব্য মমতার

“এবার আমি খালি হাতে ফিরব না। আমার আসন চাই”- মালদহের সভা থেকে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রায়গঞ্জের পরে বুধবার মালদহে সভা করেন মমতা। সেখানে তিনি বলেন, “আমি মালদহের জন্য অনেক করেছি। কিন্তু একটাও আসন পাইনি। একটা কংগ্রেস (Congress) জিতেছে, একটা বিজেপি (Bjp)। এমনকী, মৌসম বেনজির নূরকেও (Maosum Benazir Benajir Noor) স্যাবটাজ করে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মমতা।

মালদার ইংরেজবাজারে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল (Tmc)। “বাংলায় জিতব, দেশকে দেখব”।

তৃণমূলনেত্রী অভিযোগ করেন, দিল্লি, গুজরাত থেকে বাংলা কন্ট্রোল করতে চাইছে। “সিপিআইএম-কংগ্রেসের সঙ্গে বিজেপির সমঝোতা আছে। ওদের একটাও ভোট দেবেন না”।

বিধানসভা ভোটকে সামনে রেখে মালদহের সভা থেকে বিনামূল্যে রেশন, স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রীসহ বিভিন্ন প্রকল্পের সাহায্যের বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ২০১৯-এর লোকসভা নির্বাচনে জেলার দুটি আসনে হেরেছে তৃণমূল। এনিয়ে বারবারই আক্ষেপ শোনা গিয়েছে দলনেত্রীর গলায়। উন্নয়নের কাজ করেও মালদহে কেন ভাল ফল করা যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন করেন মমতা। জাতপাতের রাজনীতি করা নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, এবার মালদহ থেকে তাঁর ‘ফজলি আম’ চাই।