Sunday, November 9, 2025

লক্ষ্য সুস্থ বাণিজ্য পরিবেশ: শুরু হচ্ছে ৩৩তম ‘ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার’

Date:

অন্যান্যবারের মতো এবারেও শুরু হতে চলেছে ‘ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার’ (Industrial India Trade Fair)। এবার ৩৩ তম বর্ষে পা রাখতে চলেছে ‘ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার’। বাণিজ্যিক (Business) ক্ষেত্রে বিভিন্ন সংস্থা বা কোম্পানির মধ্যে সুস্থ সম্পর্ক এবং সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নিয়ে থাকেন বেঙ্গল ন্যাশানাল চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র কর্তারা (Bengal National Chambers of Commerce and Industry)। এবারের করোনা আবহ-ও এই প্রচেষ্টায় ব্যাঘাত ঘটাতে পারেনি। দেশজুড়ে আয়োজিত বিভিন্ন বাণিজ্য মেলাগুলির মধ্যে বেঙ্গল ন্যাশানাল চেম্বার্স অফ কমার্সের এই আয়োজন অন্যতম বৃহৎ বলে গণ্য করা হয়৷ সেই ১৯৮৭ সাল থেকে উল্লেখযোগ্যভাবে হয়ে আসছে এই মেলা।

আসন্ন বাণিজ্য মেলার উপস্থিতি করোনা আবহে নতুন দিশা দেখাতে পারে স্থানীয় ব্যবসায়িকদের। কারণ, মেলাতে আন্তর্জাতিক কোম্পানিগুলির সঙ্গে এক ছাতার তলায় জায়গা দেওয়া হবে স্থানীয় কোম্পানিগুলোকেও। উৎপন্ন বিভিন্ন সামগ্রী বা প্রোডাক্টকে আন্তর্জাতিক স্তরে প্রদর্শন সুযোগ পাবেন ছোটো ব্যবসায়ীরা। তাদের তৈরি কোনও সামগ্রী বিদেশি বা বৃহৎ কোনও সংস্থার মনে ধরলে খুলতে পারে সম্ভাবনার নতুন দরজা। পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে যাতে দু’পক্ষের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে সে ব্যাপারেও রয়েছে সুযোগ। এর ফলে যেমন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকছে, তেমনই কিছুটা অনভিজ্ঞ ব্যবসায়িক সংগঠনগুলিও ধারণা পেতে পারে বিশ্ব বাজার নিয়ে৷

ব্যবসায়িক ক্ষেত্রে সুবিধা বা ধারণা পাওয়ার জন্য বিভিন্ন সেমিনারেরেও আয়োজন করে থাকে বেঙ্গল ন্যাশানাল চেম্বার্স অফ কমার্স। বক্তব্য রাখেন নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিত্বরা৷ রাজনীতি, প্রযুক্তি সহ একাধিক বিষয়, যা প্রভাব ফেলতে পারে ব্যবসায়, সে ব্যাপারেও রয়েছে ভাবনার আদানপ্রদানের সুযোগ। চলতি বছর ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি বসবে গুরুত্বপূর্ণ এই বাণিজ্য মেলা। ময়দান কিংবা মিলন মেলার পরিবর্তে এবার তা আয়োজন করা হবে রাজারহাট প্লট নম্বর ২ এ/১৩, অ্যাকশন এরিয়া- ২ এতে।

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version