বিজয় হাজারে টফ্রিতে ( vijay hazare trophy) মুম্বই ( Mumbai ) দল থেকে বাদ পড়লেন সচিন তেন্ডুলকারের( sachin tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকার( arjun tendulkar)। সৈয়দ মুস্তাক আলিতে মুম্বই দলের হয়ে খেললেও, বিজয় হাজারেতে দলে জায়গা হল না অর্জুনের।

মুস্তাক আলিতে মুম্বইয়ের হয়ে ২ ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন অর্জুন। তাই অনেকেই ভেবেছিলেন আসন্ন বিজয় হাজারেতে মুম্বইয়ের হয়ে খেলার সুযোগ পাবেন তিনি। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই ক্রিকেট টুর্নামেন্ট। ২২ জনের এই দলে অধিনায়ক হয়েছেন শ্রেয়শ আইয়র। সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন পৃথ্বী শাহ।

বোলারদের মধ্যে দলে আছেন ধবল কুলকার্নি, তুষার দেশপান্ডেরা। মুম্বইয়ের সঙ্গে এলিট গ্রুপ ডি-তে আছে দিল্লি, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, রাজস্থান ও পুদুচেরি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস