Wednesday, August 27, 2025

সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য, হিংসা ছড়ানো হলে ব্যবস্থা: কেন্দ্র

Date:

কৃষক আন্দোলনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার এবং টুইটারের (Twitter) মধ্যে চলেছে চাপানউতোর। শেষ পর্যন্ত কেন্দ্রের কড়া মনোভাব এবং গ্রেফতারির ভয় দেখানোর পর পিছু হটেছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং সাইট৷ তবে শুধুমাত্র টুইটারই নয়, অন্যান্য সামজিক মাধ্যম নিয়েও সমস্যায় রয়েছে ভারত সরকার।

বৃহস্পতিবার কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্য সম্প্রচারক মন্ত্রী রবিশংকর প্রসাদ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সামাজিক মাধ্যমে কেউ ভুল তথ্য দিলে কিংবা হিংসা ছড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা। টুইটার, ফেসবুক (Facebook), লিঙ্কডইনকেও (LinkedIn) সতর্ক করে দিয়েছেন মন্ত্রী। তিনি বলেছেন, “ভারতে আপনাদের লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। আপনারা এখানে ব্যবসা করতে পারেন। কিন্তু কখনই ভারতীয় সংবিধানকে উল্লঙ্ঘন করতে পারবেন না।”

রাজ্যসভার (Rajya Sabha) প্রশ্ন-উত্তর পর্বে তিনি আরও বলেছেন, “সোশ্যাল মিডিয়াকে আমি সম্মান করি। মানুষের ক্ষমতায়নের পিছনে এর ভূমিকা রয়েছে। কিন্তু ভুল তথ্য ছড়ানো হলে কিংবা হিংসা, উস্কানিমূলক মন্তব্যর বিরুদ্ধে রাশ টানা না হলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো।”

কৃষক আন্দোলন (Farmer’s Protest) নিয়ে টুইটার প্রথমে ব্যবস্থা নিলেও, কিছু পরেই ব্লক হওয়া প্রোফাইলগুলিকে আনব্লক করে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই মাইক্রোব্লগিং সাইট। সোশ্যাল মিডিয়া সাইট কর্তাদের মতে, ‘বাক স্বাধীনতা’ এবং ‘খবরে প্রকাশ্যে যোগ্য’ বক্তব্য বলে ছাড় দেওয়া হয়েছিল সংস্থার পক্ষ থেকে। এরপরেই তথ্যপ্রযুক্তি আইনের সাহায্য নেয় কেন্দ্র। ব্যবস্থা না নেওয়া হলে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া কথা বলে হয়েছিল সরকারের পক্ষ থেকে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version