Thursday, August 21, 2025

করোনা বিধি মেনেই শুক্রবার থেকেই খুলবে রাজ্যের স্কুলগুলি, ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

করোনা মহামারি এবং তার জন্য দীর্ঘ লকডাউন। গোটা দেশের সঙ্গে রাজ্যের স্কুল-কলেজগুলিতে পঠন-পাঠন স্তব্ধ। এবার প্রায় এগারো মাস পর আগামীকাল, শুক্রবার থেকে রাজ্যের স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পঠন-পাঠন শুরু হতে চলেছে। ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।

আবার আগামীকাল-ই ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বামেরা৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য জানিয়ে দিলেন, বনধ সত্ত্বেও পূর্ব ঘোষণা মতোই শুক্রবার থেকে স্কুল খুলবে৷

শিক্ষামন্ত্রীর কথায়, ”এতদিন পঠন-পাঠনের জন্য রাজ্যের পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা উদ্বিগ্ন ছিলেন৷ মধ্যামিক-উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কী হবে, তাদের প্র্যাক্টিকাল ক্লাস কীভাবে হবে, এসব না ভেবে যদি তাঁরা বনধ ডাকেন তার জন্য আমরা নিজেদের সিদ্ধান্ত বদল করব না৷ আমরা আগামিকাল থেকে স্কুল খোলার পুরো ব্যবস্থা করেছি৷ কেউ বনধ ডাকলেও স্বাস্থ্যবিধি মেনে স্কুল কর্তৃপক্ষ যে ভাবে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের শুরু করবেন, তাতে সব রকম সাহায্য করতে রাজ্য সরকার তৈরি৷”

এদিকে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে স্কুল খোলায় অনেকের কোভিড ধরা পড়েছে। এ রাজ্যে কি কোনও ঝুঁকি হতে পারে? আগামীকাল থেকে স্কুল খুলছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? উত্তরে শিক্ষামন্ত্রী বললেন, সমস্ত স্কুল কর্তৃপক্ষকে ভালো করে জানিয়ে দেওয়া, সমস্ত কোভিড বিধি মেনেই যেন স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

আরও পড়ুন- আলাদা কোচবিহারের দাবির কথা শুনেছেন অমিত শাহ, দাবি গ্রেটার নেতা-কর্মীদের

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version