Saturday, August 23, 2025

ফিল্মি কায়দায় পাওনা টাকার দেওয়ার টোপ দিয়ে অপহরণ ব্যবসায়ীকে। পরে চুঁচুড়া (Chinsura) থানার পুলিশ গিয়ে উদ্ধার করে ব্যবসায়ী-সহ দুজনকে। ঘটনায় গ্রেফতার দুই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানা এলালায়। পুলিশ সুত্রে খবর, চুঁচুড়া থানার ব্যান্ডেল নপডাঙা এলাকার বাসিন্দা মিঠুন কুণ্ডু (Mithun Kundu)। তাঁর ধুপকাঠির প্যাকেটিং-এর ব্যবসা।

২০১৭সাল থেকে নবদ্বীপের বাসিন্দা মুকুন্দ থেকে ১লক্ষ ৭৫হাজার টাকা পেতেন মিঠুন। অনেকবার তাগাদা দিয়েও বকেয়া ফেরত পাননি বলে অভিযোগ। সম্প্রতি মুকুন্দ সেই টাকা দেওয়ার জন্যই মিঠুনকে টোপ দেন বলে অভিযোগ। বলা হয়, নবদ্বীপে (Nabadwip) ইস্কনের (Iscon) মন্দিরে গেলে তাঁর টাকা দিয়ে দেওয়া হবে। সেইমতো বুধবার সকালে মিঠুন নলডাঙা থেকে গাড়িতে দুই কর্মচারীকে নিয়ে বের হন। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পথে ধুবুলিয়ায় ফোন করে গাড়ি দাঁড় করান মুকুন্দ (Mukunda)। মুকুন্দ সেই গাড়িতে উঠে একইসাথে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন।

অভিযোগ, গাড়ির মধ্যএই আগ্নেয়াস্ত্র বের করে মিঠুনের মাথায় ধরেন মুকুন্দ। ধুবুলিয়ায় পরিত্যক্ত একটি টিবি হাসপাতালে নিয়ে যাওয়া যান তাঁদের। সেখানে মুকুন্দর জনা দশেক সাগরেদ উপস্থিত ছিলেন। প্রথমে ৩০লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহৃতদের ব্যাপক মারধরও করা হয় বলে অভিযোগ। দরাদরিতে মুক্তিপণ ১৫লাখ টাকায় নামে। অপহরণকারীদের দাবি মতো মিঠুনের শ্যালক ঘটনাস্থলে টাকা পৌঁছতে যান। সঙ্গে ছিল চুঁচুড়া থানার পুলিশও। ঘটনাস্থলে গিয়ে গিয়ে মিঠুন-সহ তাঁর দুই কর্মচারীকে উদ্ধার করে। ঘটনায় মুকুন্দ সহ আরও একজন গ্রেফতার হলেও পালিয়ে যান বাকিরা।

আরও পড়ুন:ফুসফুসে ঢুকছে বিষ, সময়ের আগেই মৃত্যু ২০ শতাংশ মানুষের!

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version