Sunday, November 9, 2025

কোহলিদের দুঃসময়! ইংল‍্যান্ড সিরিজে পাওয়া যাবে না জাদেজাকে

Date:

ইংল্যান্ডের( england) বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা( ravindra jadeja)। এমনটাই জানা গেল বৃহস্পতিবার। অস্ট্রেলিয়া( Australia ) সফরে বাঁ হাতের বুড়ো আঙুলের হাড় ভেঙেছিল জাড্ডুর। সম্প্রতি তাঁর আঙুলে অস্ত্রোপচারও হয়েছে। জাদেজার চোট ঠিক হতে আরও কিছু সময় লাগবে বলে জানা যায়।

ইংল্যান্ডের বিরুদ্ধে একেই প্রথম টেস্টে বিশ্রী হার। গোদের উপর বিষফোঁড়া আবার চোটের কারণে পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় টিম ম্যানেজমেন্ট ধরে নিয়েছিল, চোট সারিয়ে ফিট হয়ে সম্ভবত আমেদাবাদে তৃতীয় টেস্টে দলে ফিরবেন জাদেজা। কিন্তু তার আর কোনও সম্ভাবনা থাকছে না। কারণ বিশেষজ্ঞের মতে, চোট সারিয়ে ফিট হতে জাদেজার আরও কিছুদিন সময় লাগবে। এখনই দলে ফেরা তাঁর পক্ষে সম্ভব নয়। যা পরিস্থিতি তাতে, পুরো টেস্ট সিরিজেই আরও পাওয়া যাচ্ছে না ভারতের এই তারকা অলরাউন্ডারকে।

প্রথম টেস্টে হারের পর কোহলিকে ব্রিগেডকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে কিছু পরিবর্তন হতে পারে। ফিট হয়ে দলে ফেরার সম্ভাবনা রয়েছে অক্ষর প্যাটেলের। জাদেজা দলে না থাকায় অলরাউন্ডার হিসেবে অক্ষরই কোহলির বড় ভরসা হয়ে উঠতে পারেন। এ দিকে শাহবাজ নাদিমের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রাক্তনদের দাবি, দ্বিতীয় টেস্টে নাদিমের বদলে কুলদীপ যাদবকে ফেরানো হোক দলে। কিন্তু কুলদীপকে ফেরানোর বিষয়ে রাজি নন অধিনায়ক। বরং নাদিমের পাশেই দাঁড়িয়েছেন বিরাট। তবে একান্তই যদি শাহবাজ নাদিমকে না খেলানো যায়, সে ক্ষেত্রে রাহুল চাহারকেও প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে। সে দিক থেকে অধিনায়কের পছন্দ অনুযায়ী কুলদীপের চেয়ে এগিয়ে চাহারই।

এ দিকে ওয়াশিংটন সুন্দর রান পেলেও, তাঁর বোলিং নিয়ে অসন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। তবে ম্যানেজমেন্টের ভাবনায় যাই থাকুক না কেন, দল নির্বাচনের ক্ষেত্রে সকলের আগে অধিনায়কের মতামতকেই গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:সুস্থ অশ্বিন, জানাল বিসিসিআই

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version