Friday, August 22, 2025

উত্তরাখণ্ডের ৮৫ শতাংশেরও বেশি জেলায় রয়েছে মারাত্মক বন্যার সম্ভাবনা: রিপোর্ট

Date:

আগামী দিনে আরও চিন্তা বাড়াতে পারে উত্তরাখণ্ড (Uttarakhand)। ঘটতে পারে চামোলির (Chamoli) মতো একাধিক প্রাণঘাতী বন্যা পরিস্থিতি। রাজ্যের ৮৫ শতাংশেরও বেশি জেলায় রয়েছে মারাত্মক বন্যা হওয়ার সম্ভাবনা, বিশ্লেষণের পর এমনটাই জানানো হয়েছে ‘কাউন্সিল ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার’ (CEEW)-এর পক্ষ থেকে। বিশ্ব উষ্ণায়ণের (Globalization) ফলে আবহাওয়ার স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি অন্যতম কারণ বলে মনে করছেন গবেষকরা।

বিশ্লেষণের পর জানা গিয়েছে, ১৯৭০ সালের পর থেকে বেড়েছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা। উত্তরাখণ্ডে অতিব বিপজ্জনক বন্যার (Flood) সম্ভাবনা বেড়েছে প্রায় ৪ গুণ। বন্যার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রাকৃতিক ঘটনা- যেমন ধস, মেঘ ভাঙা বৃষ্টি, হিম-সরোবরে বন্যার মতো ঘটনার ঝুঁকিও বেড়েছে পাল্লা দিয়ে৷ চামোলির মতো একই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে হরিদ্বার, নৈনিতাল, পিথোরাগড় এবং উত্তরকাশির বিভিন্ন এলাকায়৷

গবেষণায় এও জানা গিয়েছে, গত দশ বছরে দেশে বৃদ্ধি পেয়েছে ০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আপাতভাবে তাপমাত্রা বৃদ্ধির এই পরিসংখ্যান সামান্য মনে হলেও প্রাকৃতিকভাবে পড়তে পারে বিরাট প্রভাব। আগামী দিনের আশু দুর্যোগের অন্যতম কারণ হিসেবে তাপমাত্রার এই বৃদ্ধিকে চিন্হিত করছেন বিজ্ঞানীরা। তথ্য সংগ্রহের জন্য গবেষকরা সাহায্য নিয়েছেন ভারতীয় মৌসম ভবন, বিশ্ব মৌসম ভবন এবং প্রেস ইনফরমেশন ব্যুরো’র কাছ থেকে।

কাউন্সিল ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার’-এর অন্যতম অবিনাশ মোহান্তি বলেছেন, “উত্তরাখণ্ডের সাময়িক বিপর্যয় প্রমাণ করছে যে আবহাওয়ার পরিবর্তনকে আর কোনওভাবেই উপেক্ষা করা যাবে না। গত ২০ বছরে প্রায় ৫০ হাজার হেক্টরে সমান গাছ হারিয়েছে উত্তরাখণ্ড। ফলে ধির গতিতে ক্রমে পরিবর্তন ডেকে আনছে পরিবর্তিত আবহাওয়া। পরিকল্পনামাফিক সবুজায়ন করলে তবেই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব। আবহাওয়ায় উন্নতি সাধনের পাশাপাশি রাজ্যে পর্যটন শিল্পেও অগ্রগতি হতে পারে এই পদক্ষেপের মাধ্যমে।”

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version