Sunday, August 24, 2025

ক্ষমতায় এসেই ঠাকুরনগরের নাম পরিবর্তনের ঘোষণা অমিতের, আশঙ্কায় মতুয়ারা

Date:

কোচবিহারের জনসভায় তৃণমূলকে তোপ দেগে ‘পরিবর্তন যাত্রা’র সূচনার পর বিকেলে ঠাকুরনগরের(Thakurnagar) জনসভায় এসে একরাশ প্রতিশ্রুতি দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ(Amit Shah)। একইসঙ্গে মতুয়াদের নাগরিকত্ব এবং সোনার বাংলার স্বপ্ন ফেরি করে গেলেন তিনি। পাশাপাশি জানিয়ে গেলেন, ‘বিজেপি(BJP) ক্ষমতায় এলে ঠাকুরনগর রেলস্টেশনের নাম পরিবর্তন করে রাখা হবে শ্রীধাম রেলস্টেশন’। তার এহেন প্রতিশ্রুতিতে রীতিমতো চাঞ্চল্য শুরু হয়েছে মতুয়াদের মধ্যে।

বৃহস্পতিবার ঠাকুরনগরের জনসভা থেকে একের পর এক প্রতিশ্রুতির পাশাপাশি কড়া ভাষায় মমতাকেও আক্রমণ শানান অমিত শাহ। তিনি বলেন, ‘আমি আগেরবার বাংলা সফরে ঠাকুরনগরে না আসায় মমতাদিদি খুব খুশি হয়েছিলেন, আরে এপ্রিল তো অনেক দেরি। আমি এখানে বারবার আসব।’ পাশাপাশি এদিন এর জনসভা থেকে রাজ্যে নির্বাচনী হিংসা প্রসঙ্গে সরব হয়ে তিনি বলেন, ‘বামেদের আমল থেকে বাংলায় হিংসা শুরু হয়েছে। মমতা হিংসা রুখতে পারেননি, বিজেপি রুখবে। মতুয়াদের(Matuya) যথাযোগ্য সম্মান দেবে বিজেপি।’

পাশাপাশি মতুয়াদের মন জয়ে তাদের নাগরিকত্বের বিষয়টি নিয়ে সরব হয়ে অমিত শাহ বলেন, ‘৭০ বছর ধরে মতুয়া, নমঃশূদ্ররা নাগরিকত্ব পাননি। ২০১৮ সালে বলেছিলাম মতুয়াদের নাগরিকত্ব দেবে বিজেপি। ২০১৯ সালে মতুয়া সমাজ বিজেপির ঝুলি ভরে দিয়েছিল। ২০২০ সালে সিএএ নিয়ে এসেছি। করোনার জন্য সিএএ পিছিয়ে গেছে। তবে আমরা যা বলি তা করি।’ এরপরই মুসলিম সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করে শাহ বলেন, ‘তৃণমূল, বাম, কংগ্রেস সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে। বলছে নাগরিকত্ব চলে যাবে। সিএএ লাগু করবে বিজেপি, কারও নাগরিকত্ব যাবে না। সিএএ হলে মুসলিমদের নাগরিকত্ব যাবে না।’

আরও পড়ুন:এক মঞ্চে রাহুল-কানহাইয়া! চোখ ফেব্রুয়ারির ব্রিগেডে

সবশেষে তিনি দাবি করেন, ‘বিজেপি ক্ষমতায় এলে ঠাকুরনগর রেলস্টেশনের নাম শ্রীধাম রেলস্টেশন হবে।’ আর তাঁর এই মন্তব্য থেকেই শুরু হয় বিতর্ক। কারণ, মতুয়াদের পুজ্য ঠাকুর হরিচাঁদ, ঠাকুর গুরুচাঁদের নামেই ওই এলাকা এবং স্টেশনের নাম ঠাকুরনগর। ক্ষমতায় এলে সেই নাম পরিবর্তনের যে ইঙ্গিত অমিত শাহ দিয়েছেন তাতে মোটেও খুশি নন বেশিরভাগ মতুয়া সম্প্রদায়ের মানুষ। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, অনেকটা গোবলয়ের ধাঁচে যে ‘শ্রীধাম’ নাম রাখতে চাইছেন অমিত শাহ তাতে মতুয়াদের মন জয়ের পরিবর্তে তাদের ভেতর অসন্তোষ বাড়িয়ে দিয়ে গেলেন কেন্দ্রীয় নেতা।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version