Saturday, November 8, 2025

জিটি রোড অবরোধ করে পুলিশের সামনেই ফুটবল খেলল অবরোধকারীরা

Date:

নবান্ন অভিযান করতে গিয়ে বৃহস্পতিবার পুলিশের হাতে আক্রান্ত হয়েছিলেন বাম সংগঠনের কর্মী-সমর্থকরা। সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার বন্ধ ডেকেছে বাম সমর্থিত সিপিএম(CPIM) সংগঠন। এই বনধকে(Bandh) কেন্দ্র করে এদিন সকাল থেকেই গোটা রাজ্যের নানান প্রান্তে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। তারই টুকরো ছবি দিন দেখা গেল জিটি রোডে। শুক্রবার সকাল থেকে জিটি রোড(GT road) অবরোধ করে রাস্তার উপরেই ফুটবল খেলল সিপিএমের কর্মী-সমর্থক থেকে শুরু করে বিদায়ী কাউন্সিলর সকলেই। ‌

জানা গিয়েছে, শুক্রবার সকালে হুগলির হিন্দ মটর পেট্রোল পাম্পের কাছে পুলিশের সামনেই তারা রাস্তা অবরোধ করে ফুটবল খেলতে থাকে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন উত্তরপাড়া থানার বিশাল পুলিশবাহিনী। আটকে পড়ে বহু যানবাহন এমনকি একদিকে যেমন সিপিএমের কর্মী-সমর্থকের সংখ্যা বাড়তে থাকে ঠিক তার উল্টো দিকে বাড়ানো হয় পুলিশ। অবরোধকারীরা আটকে দেয় কলকাতা পুলিশের গাড়ি। ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা ধরে স্তব্ধ হয়ে যায় জি টি রোড। এরপর পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

আরও পড়ুন:অবরোধ তুলতে এলে পুলিশকে রসগোল্লা-চকোলেট-গোলাপে স্বাগত বনধ সমর্থকদের

তবে শুধু জিটি রোড নয় রাজ্যের অন্যান্য প্রান্তেও ব্যাপক সাড়া মিলেছে বামেদের এই বনধে। যাদবপুরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে দলের অবরোধের পাশাপাশি, বজবজ শিয়ালদহের শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বামেদের বিক্ষোভের জেরে। শুধু কলকাতা শহর বা শহরতলীতে নয় বনধের প্রভাব লক্ষ্য করা গিয়েছে জেলাতেও। পুরুলিয়া জেলায় সকাল থেকে সরকারি বাস চললেও বেসরকারি বাস চলাচল একেবারে বন্ধ। পুরুলিয়া শহরে ছোট দোকানপাট ও সবজি, মাছের বাজার খোলা আছে তবে শহরে বড় সমস্ত দোকানপাট বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি মহেশতলা নুঙ্গিতে বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করা হয় বামেদের তরফ থেকে।

Related articles

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...
Exit mobile version