Friday, May 16, 2025

রোজভ্যালি কাণ্ডে অবশেষে সাজা ঘোষণা, ৭ বছরের কারাদণ্ড অরুণ মুখোপাধ্যায়ের

Date:

Share post:

রোজভ্যালি কাণ্ডের প্রথম সাজা। সংস্থার এক আধিকারিক অরুণ মুখোপাধ্যায়কে সাত বছরের জন্য কারাবাসের আদেশ দিল নগর দায়রা আদালত। ৭ বছরের কারাবাসের পাশাপাশি আড়াই লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি। জরিমানা না দেওয়া হলে ভোগ করতে হবে অতিরিক্ত ৬ মাসের কারাবাস।

রোজভ্যালি সংস্থার নামে থাকা একাধিক মামলার মধ্যে এই প্রথম একটিতে সাজা ঘোষণা করা হল। শেয়ার ডিবেঞ্চার সংক্রান্ত একটি মামলায় সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডু সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে এ পর্যন্ত। প্রায় ১৩ কোটি টাকা আর্থিক তছরূপের মামলার তদন্ত করছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তদন্তকারী সংস্থার দেওয়া চার্জশীটে ছিল এই ন’জনেরই নাম। যার মধ্যে অন্যতম অভিযুক্ত সংস্থার আধিকারিক অরুণ মুখোপাধ্যায় কেলেঙ্কারির দায় নিজে স্বীকার করে নিয়েছেন। ফলে তাকেই শাস্তি শোনাল আদালত। ৭ বছর থাকতে হবে হাজতবাসে। যদিও ইতিমধ্যে ৪ বছর তিনি গারদের ওপারে কাটিয়ে ফেলেছেন। বাকি রইল আরও ৩ বছরের সময়কাল।

অন্যদিকে জোর কদমে তদন্ত চালিয়েছে ইডি এবং সিবিআই। মাসের শুরুতেই গ্রেফতার করা হয়েছিল রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী তথা সংস্থার অন্যতম শীর্ষ কর্তা শুভ্রা কুণ্ডুকে। তাকে জেরা করে সংস্থা সম্পর্কে আরও তথ্য তদন্তকারী জানতে পেরেছেন বলে খবর। উঠে এসেছে সংস্থার এক ডিরেক্টর হাকিবুল রহমানের নাম। প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে হাকিবুলের সাউথ সিটির বাসস্থানে হানা দিয়েছিল তদন্তকারী দল। সেখান থেকে টাকা-পয়সার লেনদেন সম্পর্কিত কিছু কাগজপত্র পাওয়া গিয়েছে বলে খবর।

Advt

spot_img

Related articles

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...

NRI কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় প্রায় চব্বিশ কোটি টাকার জালিয়াতি!

ভুয়ো এনআরআই (NRI) কোটায় মেডিক্যালে ভর্তির মামলার তদন্তে ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট...

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...