সিভিক ভলেল্টিয়ারদের সমস্যা মিটিয়ে কল্পতরু মুখ্যমন্ত্রী

ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার সিভিক ভলেল্টিয়ারদের জন্য সারা বছরই কাজের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যেই জেলায় এসে পৌঁছেছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশির হাওয়া মালদা জেলার সিভিক মহলে। এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।

মালদায় সিভিক ভলেল্টিয়ার সংক্রান্ত সমস্যা দীর্ঘদিনের। ২০১৩ সালে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের পর থেকে বছরে কাজ মিলত ছয় মাস। আসল কারন, মালদা জেলায় সিভিক ভলান্টিয়ারের শূন্যপদ ছিল ৪ হাজার ৬৫৪ টি à§· কিন্তু ২০১৩ সালে সেই সংখ্যার থেকে অনেক বেশি যুবক ও যুবতিকে সেই পদে নিয়োগ করা হয়েছিল à§· রাজ্যের মধ্যে একমাত্র এই জেলায় তৈরি করা হয়েছিল দু’টি প্যানেল à§· প্রতি প্যানেলকে ছ’মাস কাজ দেওয়া হত৷ অনেক সিভিককর্মী বছরে ছ’মাস সরকারি কাজ করার পর বাকি ছ’মাস পেট্রল পাম্প, হোটেল সহ বিভিন্ন জায়গায় কাজ করতেন à§· কিন্তু ছ’মাসের জন্য কাজ পেতেও তাঁদের সমস্যা হত à§· শেষ পর্যন্ত এই সমস্যা থেকে মুক্তি পেলেন তাঁরা ৷  নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, এই জেলায় সিভিক ভলান্টিয়ারের শূন্যপদের সংখ্যা ৪ হাজার ৬৫৪ থেকে বাড়িয়ে à§­ হাজার ২৫৪ করা হয়েছে à§· ফলে এখন থেকে বছরে ছয় মাস নয়, কাজ মিলবে সারা বছরই। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছেন মালদার জেলাশাসক সহ সমস্ত সিভিক ভলেন্টিয়াররা।

আরও পড়ুন- বিশ্বভারতীর সঙ্গীত ভবন থেকে উধাও প্রশ্নপত্র, বাতিল একাধিক পরীক্ষা