ফের রাজ্যে নরেন্দ্র মোদি -অমিত শাহ

ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২ ফেব্রুয়ারি তিনি রাজ্য আসছেন।  সূত্রের খবর, ওই দিন মোদি নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করবেন। সে দিন তিনি হুগলিতে চুঁচুড়া বিধানসভা এলাকায় একটি সমাবেশও করতে পারেন। ওইদিনই  রাজ্যে আসতে পারেন  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজেপি সূত্রে খবর, গত বৃহস্পতিবার রাজ্যে এসে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  আবার  আগামী ২২ ফেব্রুয়ারি তাঁর একাধিক কর্মসূচি আছে। তবে মোদীর এ বারের সফরও মূলত সরকারি কর্মসূচিতে যোগ দেওয়া। যদিও গত ৭ ফেব্রুয়ারি সরকারি কর্মসূচিতে হলদিয়ায় এলেও রাজনৈতিক সমাবেশেও যোগ দিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘রামকার্ড’ দেখানোর বার্তা দিয়ে গিয়েছেন। আগামী বৃহস্পতিবারও তিনি রাজ্যে এলে কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।  তবে অমিত শাহ এলে তা পুরোপুরি রাজনৈতিক কর্মসূচিই হবে।