Thursday, August 28, 2025

তবে কি রাজরোষ! বিহারে বুলডোজার চলল প্রশান্ত কিশোরের বাড়িতে

Date:

একদা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের(Nitish Kumar) অত্যন্ত বিশ্বাসভাজন ছিলেন প্রশান্ত কিশোর। তবে সময়ের যাঁতাকলে সে সম্পর্কে চিড় ধরেছে অনেকদিন হলো। বর্তমানে তৃণমূলের ভোট কুশলী তিনি। এহেন প্রশান্ত কিশোরের(Prashant Kishor) পৈতৃক বাড়িতে বুলডোজার চালালো বিহার সরকার(Bihar Government)। শুক্রবার বিহারের বক্সারের অহিরৌলিতে হাইওয়ের ধারে অবস্থিত প্রশান্ত কিশোরের বাড়ির একটি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে বেড়েছে রাজনৈতিক উত্তাপ।

বক্সার প্রশাসনের তরফে অবশ্য জানানো হয়েছে প্রশান্ত কিশোরের বাড়ির কিছুটা অংশ জাতীয় সড়ক কর্তৃপক্ষের জমিতে অবস্থিত ছিল তাই সেই অংশ ভাঙা হয়েছে সরকারি নির্দেশ মেনে। তবে প্রশাসনের তরফে এ প্রেক্ষিতে বিবৃতি দেওয়া হলেও রাজনৈতিক মহল অন্য দৃষ্টিকোণ থেকে দেখছে ঘটনাটি। অনুমান করা হচ্ছে, নীতীশ কুমার ও প্রশান্ত কিশোরের সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা। জানা গিয়েছে ৮৪ নম্বর জাতীয় সড়কের পাশেই অবস্থিত প্রশান্ত কিশোরের এই বাড়িটি। বাড়িটি তৈরি করেছিলেন প্রশান্ত কিশোরের পিতা। প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। যার ফলে অধিগৃহীত জমি খালি করছে সরকার। প্রশান্ত কিশোরের বাড়িটির কিছুটা অংশ অবৈধভাবে জাতীয় সড়কের উপর অবস্থিত। তাই বাড়ির পাঁচিল ভাঙতে হয়।

আরও পড়ুন:কী কারণে তৃণমূলে যোগ? চিঠি লিখে স্পষ্ট করলেন হুমায়ুন

প্রসঙ্গত, একটা সময় নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের গুরুত্বপূর্ণ পদে ছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। মনে করা হয় তার পরামর্শেই আরজেডিকে সরিয়ে বিজেপির সঙ্গে জোট বেঁধে রাজ্যের মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার। তখন থেকেই নীতীশের ছায়াসঙ্গী ছিলেন প্রশান্ত। পরের নানান ইস্যুতে তাদের সম্পর্কের অবনতি ঘটে এবং যেদিন থেকে পদত্যাগও করেন প্রশান্ত কিশোর।

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version