Tuesday, August 26, 2025

ইমপিচমেন্ট শুনানিতে নিয়মের ফাঁকে গলে নির্দোষ প্রমাণিত ডোনাল্ড ট্রাম্প

Date:

ইমপিচমেন্ট শুনানিতে (impeachment trial) নির্দোষ (acquitted) প্রমাণিত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald trump)টানা পাঁচ দিনের শুনানির শেষে দ্বিতীয় বারের জন্য অভিযোগ মুক্ত হলেন ট্রাম্প৷

শনিবার ভারতীয় সময় প্রায় মধ্যরাতে মার্কিণ সেনেটের রিপাবলিকান সদস্যরাই ভোটাভুটিতে ট্রাম্পের শাস্তির বিপক্ষে মত প্রকাশ করেন। ইমপিচমেন্ট- ভোটে প্রাক্তন প্রেসিডেন্টের পক্ষে ৪৩টি বিপক্ষে ৫৭টি ভোট পড়ে। রিপাবলিকান ৭ সদস্যও ট্রাম্পের বিরুদ্ধেই ভোট দেন। ট্রাম্পের পক্ষে কম ভোট পড়লেও এ সংক্রান্ত মার্কিণ-বিধি অনুসারে সেনেটের দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৬৭টি ভোট না পড়লে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। নিয়মের ফাঁকে গলেই এযাত্রাতেও বেঁচে গেলেন ডোনাল্ড। ট্রাম্পের বিরুদ্ধে ড্রেমোক্র্যাটদের অভিযোগ ছিলো, নভেম্বর মাসেই ট্রাম্প নিজের হার যে নিশ্চিত তা বুঝে গিয়েছিলেন৷ তাই উদ্দেশ্যপূর্ণভাবে নির্বাচন বানচাল করে দিতে নিজের অনুগামীদের উস্কে দিয়েছিলেন তিনি। নির্বাচনে হেরে যাওয়ার পরেও শেষ চেষ্টা হিসাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে ক্যাপিটল হিংসায় মদতও যোগান তিনি। প্রেসিডেন্ট পদে বাইডেনের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থেকে ট্রাম্প রীতি ভেঙেছেন বলেও অভিযোগ। ওই ক্যাপিটলে হামলার জন্যই ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনে ডেমোক্র্যাটরা। এর আগে ২০১৯ সালে মার্কিন কংগ্রেসের কাজে ক্ষমতার অপব্যবহার করে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছিল। তখনও প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছিলো। সেবারও ভোটাভুটি হয়েছিল, কিন্তু রক্ষা পেয়েছিলেন ট্রাম্প।

আরও পড়ুন:সিএএ-র বিরুদ্ধে ‘নাগরিকত্ব সুরক্ষা যাত্রা’

Related articles

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি, সাসপেন্ড পূর্ব বর্ধমানের ASI!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের...

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...
Exit mobile version