Saturday, November 8, 2025

কৃষি আইনের বিরুদ্ধে এবার সরব বিজেপি সাংসদ সুব্রহ্মণিয়াম

Date:

নিজের বিতর্কিত মন্তব্যের জন্য সর্বদা সংবাদ শিরোনামে থাকেন বিজেপি সাংসদ সুব্রহ্মণিয়াম স্বামী(Subramanian Swamy)। তাঁর আক্রমণের হাত থেকে রেহাই পায় না নিজের দল বিজেপিও(BJP)। একাধিকবার নিজের সরকারের কড়া নিন্দায় সরব হতে দেখা গিয়েছে এই বর্ষীয়ান বিজেপি সংসদ। সেই ধারা অব্যাহত রেখে এবার সাম্প্রতিক কৃষি আইনের(Farm Law) বিরুদ্ধে নিজের সরকারের বিরুদ্ধে সরব হলেন সুব্রহ্মণিয়াম স্বামী।

সম্প্রতি কৃষি আইনের বিরুদ্ধে সরকারের ওপর চাপ বাড়িয়ে আরএসএসের তরফে প্রশ্ন তোলা হয়েছে, যাদের জন্য এই আইন সেই কৃষকরাই যদি বিরুদ্ধে থাকেন তবে আইন তৈরির প্রয়োজনীয়তা কি ছিল? স্বাভাবিকভাবেই আরএসএসের এহেন বক্তব্যে চাপে পড়েছে বিজেপি সরকার। এরই মাঝে কেন্দ্রীয় সরকারের কড়া নিন্দা করে শনিবার এক টুইট করেন সুব্রহ্মণিয়াম স্বামী। যেখানে তিনি লেখেন, ‘কৃষক আন্দোলন শীঘ্রই একটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হতে পারে। মানবাধিকার গোষ্ঠীগুলি আন্তর্জাতিক শ্রম সংস্থা ও রাষ্ট্র সংঘের কাছে যাওয়ার কথা ভাবছে৷ যেখানে ভারতও সদস্য৷ যেখানে এই বিষয়টি উঠতে পারে। লেবার স্ট্যান্ডার্ডের চেয়ারম্যান হিসেবে আমি ১৯৯৯ সালে সরকারের জন্য তিন খণ্ডের একটি প্রতিবেদন তৈরি করেছি।’

আরও পড়ুন:‘বাঁচতে চাই’, সাহায্য চেয়ে কাতর আর্তি মারণ রোগে আক্রান্ত হতদরিদ্র আব্দুলের

নয়াকৃষি আইনকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। লক্ষ লক্ষ কৃষক ভিড় জমিয়েছেন দিল্লি সীমান্তে। কৃষক আন্দোলনে সমর্থন জানিয়ে পাশে এসে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহল। ঘরের অন্দরেও অসন্তোষ ছড়াচ্ছে ক্রমশ। এহেন পরিস্থিতিতে কৃষি আইনকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই চাপে ভারত সরকার।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version