Saturday, November 8, 2025

ভোটকর্মীরা ‘ফ্রন্টলাইন’ কর্মী, অগ্রাধিকারের ভিত্তিতে পাবেন কোভিড টিকা,ঘোষণা কমিশনের

Date:

ভোটের দায়িত্বে থাকা কর্মীদের জন্য ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ নির্বাচন কমিশনের৷

করোনার (corona) দাপট কিছুটা কমলেও ঝুঁকি নিতে নারাজ নির্বাচন কমিশন৷
এখনও পুরোপুরি কোভিড- মুক্ত হয়নি ভারত। ভোট কর্মীদের (poll duty officers) জন্য তাই গুরুত্বপূর্ন পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন (election commission)।

দেশের চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা (sunil arora) বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে যে সমস্ত অফিসার ডিউটিতে থাকবেন তাদের ‘ফ্রন্টলাইন’ কর্মী হিসাবে ঘোষণা করা হবে এবং অগ্রাধিকারের ভিত্তিতে তাঁদের কোভিড -১৯ এর টিকা দেওয়া হবে।রাজনৈতিক দলগুলির প্রতিনিধি এবং সরকারের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন সুনীল অরোরা৷
এরপরই তিনি জানিয়েছেন, “নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আদেশ জারি করেছিল, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সব অফিসারকে ‘ফ্রন্টলাইন’ কর্মী হিসাবে বিবেচনা করা হবে এবং অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে।”

আরও পড়ুন:আব্বাসের দাবি, ৬৫- ৭০ আসন দিতে হবে, নতুন চাপে বাম-কং জোট

প্রসঙ্গত, কেরল, তামিলনাড়ু, পুডুচেরি, অসম এবং পশ্চিমবঙ্গে আগামী ২-৩ মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। চিফ ইলেকশন কমিশনার পাশাপাশি বলেছেন, “কোভিড -১৯ পরিস্থিতি বিবেচনা করে ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা এক হাজারে নামিয়ে আনা হবে এবং বাড়তি ভোটকেন্দ্রেরও ব্যবস্থা করা হবে। কেরলের সাম্প্রতিক কোভিড -পরিস্থিতি বিবেচনা করে
১৫,০০০ অতিরিক্ত বুথ থাকবে৷
কমিশনের তরফে বলা হয়েছে, অনলাইনে মনোনয়ন জমা দেওয়া যাবে। অফলাইনে মনোনয়ন জমা দেওয়ার জন্য মাত্র দু’জনকে অনুমতি দেওয়া হবে৷ মিছিল বা সমাবেশের জন্য মাত্র পাঁচটি গাড়ি অনুমতি পাবে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version