ভয়াবহ অগ্নিকাণ্ড বউবাজারের বহুতলে, ব্যাপক ক্ষতির আশঙ্কা

প্রতীকী ছবি

সোমবার দুপুরে ভয়াবহ আগুন বউবাজারের বহুতলে। ব্যাপক ক্ষতির আশঙ্কা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্কে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন। জানা গিয়েছে, এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।

সূত্রের খবর, সোমবার দুপুরে বউবাজার থানার উলটো দিকে ওই বহুতলে আগুন লাগে। জানা গিয়েছে, ওই সময় বাড়িতে কেউ ছিলেন না। যার জেরে হতাহতের কোনও খবর নেই। কিন্তু এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আশেপাশের বাড়িগুলিতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

আরও পড়ুন-দামে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রল-ডিজেল, কলকাতায় পেট্রল ৯০.২৫ টাকা

আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা দমকলে খবর দিলে তড়িঘড়ি দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘক্ষণ চেষ্টার পড়ে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন বউবাজার থানার আধিকারিকরাও। কীভাবে আগুন লাগল তা জানা যায়নি। তবে বহুতলটি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।