Friday, August 22, 2025

কৃষক-দলিত-আদিবাসী-মতুয়ার পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যাহ্নভোজ সারবেন উদ্বাস্তু পরিবারে

Date:

আর কয়েকমাস বাকি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের। তার আগে ঘনঘন বঙ্গে আসছেন বিজেপি নেতারা। ফের মমতার বাংলা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৮ ফেব্রুয়ারি তাঁর আসার কথা বঙ্গে। ওইদিন কাকদ্বীপ থেকে কলকাতা জোনের বিজেপির পরিবর্তন যাত্রার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, এবার উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন শাহ।

আরও পড়ুন : পার্শ্ব শিক্ষক ইস্যুতে হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি মুকুলের

এতদিন শাহ কিংবা জেপি নাড্ডা বঙ্গ সফরে এসে কৃষক-দলিত-আদিবাসী থেকে শুরু করে মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ সেরেছেন। দলীয় সূত্রে খবর, ১৮ ফেব্রুয়ারি রাজ্য এসে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে নামখানার মাঠে জনসভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাকদ্বীপে সুব্রত বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। সুব্রত বিশ্বাস বাংলাদেশ থেকে এসে কাকদ্বীপে বসবাস করছেন। তিনি শরণার্থী। সোমবার তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

যে আবাস যোজনার ঘর পেয়েছেন এমন কারওর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন এমনটা আগে থেকেই ঠিক করা ছিল। সুব্রত বিশ্বাস আবাস যোজনার ঘর পেয়েছেন। জানা গিয়েছে, নামখানার ইন্দিরা ময়দানে জনসভা করে পরিবর্তন যাত্রার সূচনা করবেন শাহ। কালীমন্দিরের কাছ থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা রথে চেপে রোড-শো করবেন তিনি।

বৃহস্পতিবার অমিত শাহ যেখানে সভা করবেন সেখানে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সোমবারই এলাকা পরিদর্শন করে এসেছেন কৈলাস বিজয়বর্গীয়। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কার বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন বিজেপির অন্যতম সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়।

Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...
Exit mobile version