Friday, May 23, 2025

বঙ্গ সফরে এসে পরপর বেশ কয়েকবার বিভিন্ন পিছিয়ে পড়া পরিবারে মধ্যাহ্নভোজ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। যদিও মাঝেও তাঁর একটি সফরে মধ্যাহ্নভোজের বিষয়টি বাদ ছিল। বৃহস্পতিবার, রাজ্যে এসে ফের সাধারণ মানুষের বাড়িতে পাত পেড়ে খাবেন অমিত। এবারের সফরে উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ (Lunch) সারবেন তিনি। এর আগে রাজ্য সফরে এসে কৃষক-দলিত-আদিবাসী থেকে শুরু করে মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সাগর সফরে দরিদ্র মাছ ব্যবসায়ীর পরিবারে দুপুরে খাবেন তিনি। কী থাকছে মেনুতে? মাছ ব্যবসায়ী বাড়ি হলেও নিরামিষাশী অমিত শাহকে নিরামিষ খাবারই দিতে হবে। মেনুতে ভাত-রুটি-ডাল-তরকারি ও শেষ পাতে দই-মিষ্টি। পাড়ায় বিজেপি সমর্থক হিসেবেই পরিচিতি সুব্রত বিশ্বাসদের (Subrata Biswas) পরিবার। তবে প্রথম যখন জানতে পারেন তাঁর বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজের ব্যবস্থা করতে হবে তখন ঘাবড়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য রাজি হন।

শাহি ভোজের আয়োজন শুরু হয়ে গেছে নারায়ণপুরের ছোট্ট বাড়িতে। রঙচটা দেওয়ালে নতুন করে রঙের প্রলেপ পড়ছে। দম্পতির চার মেয়ের মধ্যে তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছোট মেয়েকে নিয়ে সুব্রতর স্ত্রী অর্চনা ঘর পরিষ্কারের করেছেন।

বাছাই করে আনাজ কিনে এনেছেন। সে সব কেটে ধুয়ে রান্নার প্রস্তুতি শুরু হয়েছে সকাল থেকে। এদিন সাগরে গিয়ে কপিলমুনির আশ্রমে পুজো দেবেন অমিত শাহ। তারপরে নামখানায় আসবেন। মত্‍স্যজীবী পরিবারে দুপুরের খাবার সেরে ইন্দিরা মাঠে সভা করবেন তিনি। এরপরে কাকদ্বীপের শ্মশানতলা থেকে নতুন রাস্তা পর্যন্ত র‍্যালি (Rally)।

বিরোধীদের যতই কটাক্ষ থাক মধ্যাহ্নভোজ রাজনীতি থেকে বিজেপি জড়িয়ে আসছে না এদিনের অমিত শাহর সফরসূচি তারই প্রমান।

Related articles

টোকিওতে প্রয়াত বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্ব দরবারে ভারতের প্রতিনিধিরা। সেই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

সাগরে তৈরি হচ্ছে দুর্যোগ, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশ.ঙ্কা!

নিশ্চিন্ত আর থাকা গেল না। বাংলার আকাশে ফের দুর্যোগের কালো মেঘ। বঙ্গোপসাগরে (Bay of bengal) তৈরি হচ্ছে গভীর...

বাংলার উপকূলীয় দুর্যোগ নিয়ে টোকিওতে কেইও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে আলোচনায় অভিষেক

অপারেশন সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাস বিরোধী অভিযানে ভারতের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরতে জাপানে পৌঁছে গেছে দেশের প্রতিনিধি...

সেনা-বিএনপির চাপ, এবার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ ইউনূসের!

পদ্মাপাড়ে ফের পালাবদলের ইঙ্গিত? এবার নাকি পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad...
Exit mobile version