Tuesday, August 26, 2025

DYFI কর্মী নিহত মইদুল মিদ্দার স্ত্রীকে চাকরির নিয়োগপত্র তুলে দিল রাজ্য সরকার

Date:

ফের কথা রাখলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেমন কথা, তেমন কাজ। মাত্র তিনদিনের মধ্যেই প্রতিশ্রুতি পালন করলেন তিনি। বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযানে (Nabanna Avijan) নিহত DYFI কর্মী মইদুল মিদ্দার স্ত্রী আলেয়া বিবিকে চাকরির (Job) নিয়োগপত্র (Appointment Letter) তুলে দিল রাজ্য সরকার। মইদুলের স্ত্রীকে স্পেশ্যাল হোম গার্ড পদে চাকরি দেওয়া হলো নবান্নের তরফে। মইদুল মিদ্দার মৃত্যুতে পুলিশের ভূমিকা নিয়ে তদন্তের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রয়াত যুব নেতার পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী।

আজ, শুক্রবার বাঁকুড়া জেলাশাসক, পুলিশ সুপার এবং মন্ত্রী শ্যামল সাঁতরা কোতুলপুরে নিহত মইদুল মিদ্দার বাড়ি গিয়ে তাঁর স্ত্রীর হাতে তুলে দেন নিয়োগপত্র। সবরকমভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী শ্যামল সাঁতরা। স্বামীর মৃত্যুর পর শোকাহত আলেয়া চাকরি নিতে নারাজ ছিলন। কিন্তু যে চাকরি তাঁকে দেওয়া হয়েছে, তাতে সন্তুষ্ট বলে জানিয়েছেন ডিওয়াইএফআই কর্মীর স্ত্রী আলেয়া বিবি। দ্রুত তিনি কাজে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, বাঁকুড়ার কোতুলপুরের চোরকোলা গ্রামের বাসিন্দা মইদুল ইসলাম মিদ্দা পেশায় ছিলেন চালক। সেই গাড়ি চালিয়েই কোনওরকমে পরিবারের পাঁচ সদস্যের পেট চালাতেন মইদুল। সঙ্গে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সক্রিয় সদস্যও ছিলেন। সম্প্রতি, বাম ছাত্র-যুব সংগঠনের ডাকা নবান্ন অভিযানে বাঁকুড়া থেকে কলকাতায় সেই আন্দোলনে যোগ দিতে এসে প্রাণ হারাতে হয়েছিল ৩২ বছরের তরতাজা যুবককে। তাঁকে হারিয়ে কার্যত পথে দিশাহারা ছিল পরিবার। কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী নিহত বাম যুবকর্মীর পরিবারকে সরকারি চাকরি দেওয়ায় কিছুটা হলে গরিব পরিবারটি বাঁচলো।

আরও পড়ুন- রাজস্থান রয়‍্যালসে ফিরে উচ্ছসিত মরিস

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version