Tuesday, November 4, 2025

গভীররাতে হরিশ্চন্দ্রপুরের স্কুলে ভূতুড়ে শব্দ! মানতে নারাজ কর্তৃপক্ষ

Date:

মধ‍্যরাতে স্কুলে ভূতুড়ে আওয়াজ। আতঙ্ক মালদহের (Maldah) হরিশ্চন্দ্রপুরের কুশিদা হাইস্কুলের৷ রাত নামলেই স্কুলে শোনা যাচ্ছে গমগম শব্দ৷ কখনও মনে হচ্ছে, কেউ নূপুর পায়ে হেঁটে চলেছে স্কুলের বারান্দায়, চলছে নৃত‍্য। কখনও প্রাপ্তবয়স্ক পুরুষের আর্তনাদের শব্দ। কখনও বা একসঙ্গে একাধিক পদচারণা। স্কুলের এক প্রাক্তন অস্থায়ী কর্মীও নাকি ওই ঘটনার সাক্ষী৷ এবার সরস্বতীপুজোয় এর সাক্ষী না কি স্কুলের কয়েকজন পড়ুয়ারা৷ তারা সেই আওয়াজ রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে দিয়েছে৷ তারপর থেকেই তীব্র আতঙ্কে স্কুলের (School)পড়ুয়ারা-সহ গোটা এলাকা৷ যদিও স্কুলের গায়ে ভূতুড়ে গল্পের তকমা লাগাতে নারাজ স্কুল কর্তৃপক্ষ৷ এসব ছাত্রদেরই মজা বলে মন্তব্য পঞ্চায়েতের উপপ্রধানেরও৷

সরস্বতীপুজো উপলক্ষ্যে ক’দিন আগে স্কুলেই রাত কাটিয়েছিল জনাকয়েক ছাত্র৷ গভীর রাতে তারা না কি শুনতে পায়- স্কুলের বারান্দা দিয়ে কেউ নূপুর পায়ে হেঁটে যাচ্ছে৷ তারা সেই আওয়াজ ফোনে রেকর্ড করে পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়৷ তাদের দাবি, স্কুলে ভূত রয়েছে৷ একই দাবি করেন স্কুলের অস্থায়ী কর্মী মকসুদ আলিও (Maksood Ali)৷

স্কুলের অস্থায়ী কর্মী মকসুদ আলি বলেন, “গভীর রাতে এখানে মেয়েদের পায়ের নূপুরের আওয়াজ শোনা যায়৷ কখনও ছেলের গলায় কান্নার আওয়াজও শোনা যায়৷ রাত ১২টার পর যে কেউ স্কুলে এলে তা শুনতে পাবে৷ সরস্বতীপুজোয় রাত কাটাতে এসে ছেলেরাও এর সাক্ষী থেকেছে”৷

যদিও প্রধান শিক্ষক মহম্মদ হাসিব (Md Hasib) জানিয়েছেন, সরস্বতীপুজোয় স্কুলে রাত কাটাতে এসে ছাত্রদের কেউ হয়তো এনিয়ে মজা করেছে৷ তারা অন্য কোথাও এমন শব্দ রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে৷ এর তদন্ত শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ৷ এনিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷ এর আগে স্কুলে ভোটকর্মীরা রাত কাটিয়েছেন৷ বন্যার সময় প্রায় এক সপ্তাহ স্থানীয় বাসিন্দারা স্কুলে ছিলেন৷ এছাড়াও রাতে স্কুলে অনেক অনুষ্ঠান হয়েছে৷ কখনও এসব নিয়ে কোনও কিছু শোনা যায়নি৷ পড়ুয়াদের আতঙ্ক কাটানোর চেষ্টা করা হচ্ছে৷ প্রয়োজনে বিজ্ঞান মঞ্চকেও কাজে লাগানো হবে৷

একই বক্তব্য কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ নুর আজমের৷ তিনিও জানান, করোনা আবহে এই স্কুলেই কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছিল৷ তখন তাঁরাও গভীর রাত পর্যন্ত স্কুলে থাকতেন৷ ভোটের সময় ভোটকর্মী, নিরাপত্তা রক্ষীরা স্কুলেই রাত কাটান৷ কেউ কখনও এসব দেখতে পাননি৷ গ্রামবাসীরাও এনিয়ে কখনও কোনও অভিযোগ করেননি৷ সম্ভবত ছাত্ররা মজা করার জন্যই এসব করেছে৷

বিজ্ঞান মঞ্চের তরফে পরিদর্শন করা হবে স্কুল। এছাড়াও স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। কারা এই ঘটনার সাথে জড়িত, প্রমাণ হলে আইনত ব‍্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- ‘রাজ্যে ভয়ের পরিবেশ’, বিশ্বভারতীর সমাবর্তনকে রাজনীতির মঞ্চ বানালেন ধনকড়

 

Related articles

ফের SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার অভিযোগ, চাঞ্চল্য কান্দিতে

উলুবেড়িয়ার পরে কান্দি (Kandi)। ফের SIR আতঙ্কের বলি মুর্শিদাবাদের কান্দির এক ব্যক্তি। নিজের বাড়ি এমনকী দেশ ছেড়ে চলে...

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...
Exit mobile version