Wednesday, August 13, 2025

টুলকিট (toolkit) কাণ্ডে গ্রেফতার হওয়া সমাজকর্মী দিশা রবির (disha ravi) পাশে দাঁড়ালেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ (greta thunbarg)। আন্তর্জাতিক তারকা এই পরিবেশকর্মী শনিবার ট্যুইট করে দিশার পাশে থাকার বার্তা দেন। নিজের ট্যুইটার হ্যান্ডেলে দিশার সমর্থনে গ্রেটা থুনবার্গ লিখেছেন, বাক্‌স্বাধীনতা, শান্তিপূর্ণ অবস্থান এবং মানবাধিকার এগুলির সঙ্গে কখনও কোনও আপস করা যায় না। এটা গণতন্ত্রের মৌলিক অধিকারের অংশ হওয়া উচিত। #standwithdisharavi লিখে এই পোস্ট শেয়ার করেছেন গ্রেটা। কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের লাগাতার আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় টুলকিট শেয়ারের অভিযোগে ২২ বছরের পরিবেশকর্মী দিশাকে তিনদিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির আদালত। ৫ দিনের পুলিশি হেফাজতের শেষে শুক্রবার পাতিয়ালা কোর্টে তোলা হয় সমাজকর্মী দিশাকে। এই ঘটনায় জড়িত থাকায় দিশা রবি, পুণের ইঞ্জিনিয়ার শান্তনু মুলুক এবং আইনজীবী নিকিতা জেকবের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছে দিল্লি পুলিশের সাইবার সেল। ইতিমধ্যেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের দাবি, দিশা রবি, নিকিতা জেকব, শান্তনু মুলুক টুলকিট তৈরি করে অন্যদের সঙ্গে শেয়ার করতেন।

আরও পড়ুন:বাংলা নিজের মেয়েকেই চায়: নয়া স্লোগানে নাগরাকাটা মাতালেন অভিষেক

গ্রেটার সংস্থা ‘ফ্রাইডেস ফর ফিউচার'(FFF) #স্ট্যান্ডউইথদিশারবি (#standwithdisharavi) দিয়ে শনিবার যে টুইট করেছে তাতে বলা হয়েছে, বাক স্বাধীনতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ এবং জমায়েত মানবাধিকারের প্রাথমিক শর্ত। যাঁরা বিপন্ন তাঁদের প্রতি সুবিচার সুনিশ্চিত করতে শান্তিপূর্ণভাবে এবং সম্মানের সঙ্গে আওয়াজ তুলতে হবে। এর পাশাঅ আরও একটি টুইটে গ্রেটার সংস্থা এফএফএফ জানিয়েছে, দিশা এই আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। শুধুমাত্র ভারতের পরিবেশ নিয়েই সরব হননি তিনি, দেশের সবচেয়ে প্রান্তিক ও বিপন্ন শ্রেণির হয়েও সরব হয়েছেন।

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version