Wednesday, November 5, 2025

‘দেশে মূল্যবৃদ্ধির উন্নয়ন চলছে’, মোদি সরকারকে তীব্র আক্রমণ রাহুলের

Date:

মূল্যবৃদ্ধি ক্রমশ ভয়াবহ আকার নিয়েছে গোটা দেশে। পেট্রোলের(petrol) দাম সেঞ্চুরি পার করেছে আগেই, ধীরে ধীরে ডিজেলও(diesel) এগোচ্ছে সেদিকেই। আর এই ইস্যুকে হাতিয়ার করেই এবার মোদি সরকারকে একহাত নিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। শনিবার এক টুইটে একাধিক সংবাদপত্রে কাটিং তুলে ধরে মোদি সরকারকে(Modi government) তোপ দাগেন রাহুল। লেখেন, এই সরকারের আমলে দেশে মূল্যবৃদ্ধির উন্নয়ন হচ্ছে।

শনিবার টুইটারে মোদি সরকারকে আক্রমণ শানিয়া যে ছবি রাহুল তুলে ধরেছেন সেখানে দেখা গিয়েছে মূল্যবৃদ্ধির ছেড়ে সাধারন মানুষের সমস্যার কথা। ছবিতে কোথাও লেখা রয়েছে, ‘ভয়াবহ মূল্যবৃদ্ধি জেরে রান্নাঘরে কার্যত আগুন লেগেছে।’ কোথাও লেখা, ‘মূল্যবৃদ্ধি: ডিজেলের দাম বাড়ার ফলে দাম বাড়ছে সবজির।’ কোথাও আবার লেখা, ‘করোনার পর এবার মূল্যবৃদ্ধির জেরে বেহাল দশা দেশবাসীর’। এমনই একাধিক সংবাদপত্রের হেডলাইন তুলে ধরা হয়েছে টুইটে। পাশাপাশি এই টুইটের ক্যাপশনে রাহুল গান্ধী লিখেছেন, ‘মূল্যবৃদ্ধির উন্নয়ন।’

আরও পড়ুন:জ্বালানি তেলে মিশছে মধ্যবিত্তের ‘চোখের জল’, ফের দাম বাড়ল দাম পেট্রল-ডিজেলের

উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত দাম বেড়ে চলেছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে রাজস্থান মধ্যপ্রদেশ পেট্রোলের দাম লিটার প্রতি ছাড়িয়ে গিয়েছে ১০০ টাকা। পাশাপাশি শনিবার দিল্লিতে পেট্রলের দাম ৯০ টাকা ৫৮ পয়সা। ডিজেলের দাম ৮০ টাকা ৯৭ পয়সা প্রতি লিটার। মুম্বইয়ে আজ প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে ৯৭ টাকায় এবং ডিজেল বিক্রি হচ্ছে ৮৭ টাকা ০৬ পয়সা প্রতি লিটারে। চেন্নাইয়ে এক লিটার পেট্রলের দাম ৯২ টাকা ৫৯ পয়সা। ডিজেলের দাম ৮৫ টাকা ৯৮ পয়সা।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version