Tuesday, November 4, 2025

ভোটের আগেই বিমল গুরুং সহ মোর্চা কর্মী ও নেতাদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার করে নিচ্ছে রাজ্য সরকার। জারি করা হয়েছে নির্দেশিকা। দার্জিলিং আদালত সূত্রে খবর, রাজ্য সরকারের ওই নির্দেশিকা ইতিমধ্যেই জেলাশাসকদের মাধ্যমে সরকারি আইনজীবীদের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাঁরা ওই নির্দেশিকা মেনে আদালতে মামলা প্রত্যাহারের ব্যাপারে আবেদন জানাবেন। আদালত পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাব মেনে নিলে বিমল গুরুংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলাই খারিজ হয়ে যাবে।

উল্লেখ্য, ২০১৭ সালে পাহাড়ে বিমল গুরুংয়ের নেতৃত্বে শুরু হয় আন্দোলন। আন্দোলন শুরু হলে সরকারি দফতরে অগ্নিসংযোগ, পুলিশের উপরে হামলা, গাড়ি ভাঙচুর, পুলিশ কর্মী হত্যা, দার্জিলিং ও কালিম্পংয়ের নানা জায়গা বিস্ফোরণ ঘটানোর অভিযোগে আইপিসি’র বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়। পাশাপাশি ইউএপিএ ধারাতেও মামলা দায়ের করে রাজ্য সরকার।

আরও পড়ুন-কেন্দ্রীয় বাজেটকে সামনে রেখেই হোক রাজ্য বাজেট: নীতি আয়োগের বৈঠকে মোদি

গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের তরফে ইতিমধ্যেই রাজ্য সরকারের এই নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছে। জিএনএলএফ নেতৃত্বের অভিযোগ, আসন্ন বিধানসভা ভোটের আগে ফায়দা তুলতেই রাজ্যের শাসক দলের নির্দেশে বিমল গুরুংয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ব্যবস্থা হচ্ছে। এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি জানান, ‘বিষয়টি পুরোপুরি আইনি। আমি এই বিষয়ে মন্তব্য করার মতো জায়গায় নেই।’

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version