Tuesday, August 26, 2025

‘মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে’, শীর্ষ নেতৃত্বের ধমক খেয়ে টুইট মুছলেন অনুপম হাজরা

Date:

রাজনীতির ময়দানে তৃণমূলকে তোপ দাগতে গিয়ে এক টুইট করেছিলেন অনুপম হাজরা(Anupam hazra)। যে টুইটে তাঁর দাবি ছিল, বাংলা ছেলেকে মুখ্যমন্ত্রী হিসেবে চায় রাজ্যে, মহিলা নয়। মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতেই। অনুপম হাজরার এহেন টুইটকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক বিতর্ক শুরু হয় রাজ্যজুড়ে। এমন নারীবিদ্বেষী মূলক আলপটকা টুইট অবশ্য বেশিক্ষণ নিজের টুইটার অ্যাকাউন্টে রাখেননি বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক তথা বিজেপি(BJP) নেতা অনুপম হাজরা। কিছুক্ষণের মধ্যেই টুইটটি ডিলিট করে দেন তিনি। জানা যাচ্ছে, শীর্ষ নেতৃত্বের ধমকেই টুইটটি ডিলিট করতে বাধ্য হয়েছেন ওই গেরুয়া নেতা।

জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে অভিযোগ কম নেই। বিরোধীদের তরফে বারবার দাবি করা হয়, বিজেপি দলটির সাম্প্রদায়িক, নারীবিদ্বেষী ও গণতন্ত্রবিরোধী। ফলস্বরূপ রাজ্যে নির্বাচনের আঙিনায় দলকে কালিমালিপ্ত করার মত এই ধরনের কোনও ছবি যাতে প্রকাশ্যে না আসে তার জন্য মেপে পা ফেলে চলেছে বিজেপি। তবে অনুপম হাজরার এই টুইট বড়সড় বিপদ ডেকে আনতে পারে অনুমান করে তড়িঘড়ি পদক্ষেপ নেয় শীর্ষ বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্রের খবর, অনুপম হাজরা টুইট করার পর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই অনুপম হাজরা সঙ্গে যোগাযোগ করেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা। এবং রীতিমত ধমকের সুরে তাকে ওই টুইট ডিলিট করতে বলা হয়। এবার বাধ্য হয়েই টুইটটি ডিলিট করে দেন অনুপম। যদিও ততক্ষনে যা হওয়ার হয়ে গিয়েছে। এখানে টুইটার তীব্র বিরোধিতা করে সরব হয়েছে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। এহেন মন্তব্যের বিরোধিতা করেছেন নেটিজেনরাও।

আরও পড়ুন:বাংলায় পা সোমবার, নির্বাচনী কৌশল ঠিক করতে দফায় দফায় বৈঠক মোদির

উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের তরফে নতুন স্লোগান তোলা হয়েছে ‘বাংলা নিজের মেয়েকে চায়।’ তৃণমূলের স্লোগানের পাল্টা দিতে গিয়েই ‘সেম সাইড গোল’ করে বসতে দেখা যায় অনুপম হাজরাকে। রবিবার এক টুইটে তিনি লেখেন, ‘বাংলা নিজের ছেলেকেই মুখ্যমন্ত্রী চায়’, ‘মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে’। বিজেপির এই ‘ছেলে’ মুখ্যমন্ত্রী কে? এ বিষয়ে বিজেপির তরফে অবশ্য স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে দ্বিতীয় উক্তিতে(‘মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে’) গেরুয়া শিবিরের ‘নারী বিরোধী’ মনোভাব বেশ স্পষ্ট হয়ে উঠেছে। আর তার জেরেই টুইট মোছার জন্য শীর্ষ নেতৃত্বের ধমক খেতে হল অনুপম হাজরাকে।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version