Tuesday, November 4, 2025

৬৬ জন মহিলাকে ধর্ষণের অভিযোগ হুগলির ডেলিভারি বয়ের বিরুদ্ধে

Date:

৬৬ জন মহিলাকে ধর্ষণ। ধর্ষক অনলাইন বিপণির ডেলিভারি বয়। বিভিন্ন ধরণের দ্রব্য ডেলিভারির পর পরিষেবার ফিডব্যাক নেওয়ার নাম করে মহিলাদের ফোন নম্বর নিত ব্যান্ডেল নিবাসী বিশাল বর্মা। তার পর তাদের সঙ্গে ভাব, জমানো ভিডিও কলে কথা বলা শুরু করত সে। ভিডিয়ো কল করে তাঁদের বিভিন্ন মুহূর্তের ছবির স্ক্রিন শট জমিয়ে রাখত বিশাল। তার পর সুযোগ বুঝে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে একের পর এক মহিলাকে ধর্ষণ করত। এই ফাঁদ পেতে ৬৬ জন মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল বিশাল বর্মার বিরুদ্ধে। ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ, হুগলির ব্যান্ডেলের সেই দুই যুবককে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার আদালতে তোলা হলে বিচারক দুই অভিযুক্তকে ৫ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

চুঁচুড়ার বাসিন্দা এক মহিলার অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে কেওটা ত্রিকোণ পার্ক এলাকায় গিয়ে বিশালকে গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। বিশাল বর্মার এক বন্ধু সুমন মণ্ডলকেও এই কুকীর্তিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন-‘টুকলি’ করে বিজেপির প্রচার-গান! সরব সোশ্যাল মিডিয়া

চুঁচুড়ার ওই মহিলাকে ফ্লিপকার্টের ডেলিভারি দিতে গিয়েছিল বিশাল। এরপর ফিডব্যাকের নামে ফোন নম্বর চেয়ে নেয় সে। সেখান থেকেই মেসেজ করে বন্ধুত্ব। তারপর ভিডিও কলে চলে ঘণ্টার পর ঘণ্টা কথা। ঘনিষ্ঠতা বাড়ে দু’জনের। ওই মহিলার অভিযোগ, ভিডিও কলের স্ক্রিনশট দেখিয়েই ব্ল্যাকমেল করে তাঁকে বাড়িতে ডাকে বিশাল। চলে ধর্ষণ। এরপর বন্দুক দেখিয়ে সমস্ত গয়নাও হাতিয়ে নেয় সে। সেই ওই মহিলাকে বলে, এটি তার ৬৬ নং শিকার। অর্থাৎ এর আগে ৬৫ জনকে ধর্ষণ করেছে সে।

শনিবার রাতে চুঁচুড়া থানার পুলিশ বিশালকে গ্রেফতার করে। বিশালের ঘরে তল্লাশি করে অসংখ্য মহিলার ছবি পেয়েছে পুলিশ। বিশালের মোবাইলে রয়েছে অজস্র ভিডিও যেখানে সে বন্দুক তাক করে মহিলাদের শাসাচ্ছে। ধৃতের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল চিপও উদ্ধার করেছে পুলিশ। বিশালের মোবাইলে পাওয়া ছবি দেখে সুমন মণ্ডল নামে তার এক সহোযোগীর সন্ধান পায় পুলিশ। সুমন পেশায় রং মিস্ত্রি। সে-ও কেওটারই বাসিন্দা। মাস চারেক আগে বিয়ে করেছে সুমন। সুমনের পরিবারের সদস্যদের দাবি, এ সব তাঁরা কিছুই জানতেন না।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version