Sunday, November 9, 2025

তৃণমূলত্যাগী শ্যামাপ্রসাদকে বিজেপির রথ থেকে নামিয়ে দেওয়া হল! ‘শুদ্ধিকরণ’ করা হল রথের

Date:

সেই আদি-নব্যর লড়াই বিজেপিতে! তবে কি তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যাচ্ছেন তাঁরা সম্মান পাচ্ছে না? আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ভারতীয় জনতা পার্টি পরিবর্তন যাত্রা রথ রাস্তায় নামিয়েছে। এর মধ্যেই ঘটে গেল চরম অস্বস্তিকর ঘটনা। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিজেপির পরিবর্তন যাত্রা রথ থেকে একরকম নামিয়ে দেওয়া হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। শুধু তাঁকে নামিয়ে দেওয়া হল না তারপর দলীয় কর্মীরা রথ ‘শুদ্ধিকরণ’ করলেন দুধ আর গঙ্গা জল দিয়ে।

মেদিনীপুর কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। জানা যাচ্ছে, বিজেপির একাংশ তাকে দলে নেওয়ার বিরুদ্ধাচরণ করে আসছিলেন। সোমবার পরিবর্তন যাত্রার বের হয় বাঁকুড়ায়। সেই রথে ছিলেন শ্যামাপ্রসাদ। ঠিক ওই সময়ে বিজেপির কিছু কর্মী তাঁকে লক্ষ্য করে কটূক্তি করেন বলে অভিযোগ। এরপরে বিক্ষোভের আশঙ্কা করে বিষ্ণুপুর শহরে ঢোকার আগেই রথ থেকে নেমে পড়েন বিষ্ণুপুর পুরসভার দীর্ঘ ৩৪ বছরের পুরপ্রধান তথা প্রাক্তন মন্ত্রী।

আরও পড়ুন-তৃণমূলে যোগ দিতে চলেছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি?

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জানান, “দলের কথাতেই রথে চেপেছিলাম। ঝামেলা হতে পারে আন্দাজ করে একজন প্রবীণ নেতা হিসেবে ও দলের সম্মানের কথা ভেবে রথ থেকে নেমে পড়েছি”

গেরুয়া শিবিরের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক নিরাজ কুমার বলেন, দলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে কোনও ঝামেলা নেই। হরি বর্ষীয়ান নেতা। আমাদের বড় দল। কে কখন কী বলল খুঁজে দেখা মুশকিল। যদি কিছু হয়ে থাকে দলের শীর্ষ নেতৃত্ব দেখবেন।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version