Wednesday, August 20, 2025

কয়লাকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের সিবিআই (Cbi) পৌঁছনোর আগেই অভিষেক রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশের প্রেক্ষিতে মঙ্গলবার, তাদের সময় দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। এদিন সকালে সিবিআই আধিকারিকরা পৌঁছোনর আগেই তাঁর বাড়িতে যান মুখ্যমন্ত্রী। নবান্ন যাওয়ার পথে হঠাৎই কার্যত সকলকে চমকে দিয়ে হাজির হন তিনি। 10 মিনিট সেই বাড়িতে ছিলেন তিনি। এরপর অভিষেক-কন্যার হাত ধরে বাইরে বেরিয়ে আসেন। পরে গাড়িতে উঠে বেরিয়ে যান। মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার চার মিনিট পরেই সেখানে পৌঁছন সিবিআই অফিসাররা।

সিবিআই সূত্রে খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ সদস্যের দল গঠন করা হয়েছে। নেতৃত্বে রয়েছেন এসপি পদমর্যাদার অফিসার বিশ্বজিৎ দাস, অ্যাডিশনাল এসপি পদমর্যাদার তদন্তকারী অফিসার উমেশ কুমার। এছাড়াও, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য এই দলে থাকছেন ডিএসপি পদমর্যাদার দুই মহিলা অফিসার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হতে পারে বলে সূত্রের খবর।

রবিবার দেওয়া সিবিআই নোটিশের উত্তর সোমবার দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, তদন্তকারী সংস্থাকে বাড়িতে ডাকেন তিনি। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চিঠির উত্তরে রুজিরা লেখেন, কী কারণে বা তদন্তের কোন বিষয়বস্তু সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে- সেটা তিনি জানেন না।

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version